মোঃ জাকির হোসেন ( md. zakir hossain )

প্রথম পাতা » জীবনী » মোঃ জাকির হোসেন ( md. zakir hossain )


মোঃ জাকির হোসেন

মোঃ জাকির হোসেন 

১৯৭০ সালে এম এন এ নির্বাচিত হয়েও যে দল পাকিস্তানিদের শোষণ হতে মুক্তি পায়নি, হয়েছিল বৈষম্যের স্বীকার যা বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে ওঠে এসেছে, এবং যিনি সংরক্ষণ করেছিলেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। মহান এই মুক্তিযোদ্ধা এম.এ. খায়ের, সাং-ঝুটিগ্রাম, কবি মোঃ জাকির হোসেনও গর্বিত এই কাজল গাঁয়ে ১৯৭০ সালের ৬ই আগস্ট জন্ম গ্রহণ করে। উপজেলা : মুকসুদপুর, জেলা : গোপালগঞ্জ ।

বাল্যকাল : প্রাথমিক শিক্ষাকাল শুরু হয় গ্রামের স্কুলে অজ পাড়াগাঁয়ে। পিতার চাকুরির সুবাদে ঢাকা বসবাসকালে নীলক্ষেত প্রাথমিক বিদ্যালয় ও অষ্টম শ্রেণী পর্যন্ত সেগুন বাগিচা হাই স্কুলে অধ্যায়ন করেন। পরবর্তিতে মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও কালিনগর উচ্চ বিদ্যালয় থেকে এস. এস.সি. পাস করেন ১৯৮৬ সালে । তিনি মুকসুদপুর কলেজ থেকে এইচ,এস,সি ও সরকারী বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ থেকে স্নাতক পাস করেন-১৯৯৪ এবং সালে ঢাকা কলেজ থেকে এম,এ প্রথম বর্ষ ১৯৯৭ পরীক্ষা দিলেও চাকুরির সুবাদে দ্বিতীয় বর্ষ আর শেষ করা হয়নি। কবি মোঃ জাকির হোসেন কিশোর বয়স থেকে সাহিত্য প্রেমী। সহজ এবং সরল তাঁর কবিতার ভাষা ।

প্রকাশিত কবিতা গ্রন্থ :

অনন্ত মানসি-২০০৭, ২। একুশের স্মরণে-২০১০ ৩। একুশের একুশ-২০২৪।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  একুশের একুশ গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ