বিপ্লব রায় ( biplap roy )
প্রথম পাতা » জীবনী » বিপ্লব রায় ( biplap roy )বিপ্লব রায়
জন্ম মফস্বল শহর ফেনীতে। চিত্রশিল্পী হওয়ার ইচ্ছায় চারুকলায় পড়াশোনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে চাকরি করছেন ব্র্যাক এন্টারপ্রাইজের পোশাক প্রতিষ্ঠান আড়ংয়ের সিনিয়র ফ্যাশন ডিজাইনার পদে। বিপ্লব রায় অবসর সময় লিখতে পেলেই কবিতা, কবিতা, গল্প, ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসেন। অনেক বছর পর ছবি আঁকছেন ও চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। সহজ-সরল জীবন যাপন করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি ।
‘স্বপ্ন বিভোর নন্দিনী’ কাব্যগ্রন্থ ২০২৩-এর বইমেলায় প্রকাশ হয়েছিল। যৌথ কাব্যগ্রন্থ ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ বের হয়েছিল। সাহিত্যদেশ থেকে ২০২৪-এর একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে কবিতার বই ‘সুখের শ্রাবনধারা শহরজুড়ে ও গল্প সমগ্র ‘মায়াবী জোছনার অভিমান’। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় লেখালেখি করেন।
তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত ‘সুখের শ্রাবনধারা শহরজুড়ে ও গল্প সমগ্র ‘মায়াবী জোছনার অভিমান’ গ্রন্থ থেকে সংকলিত।