তাসরিবা খান ( tasriba khan )

প্রথম পাতা » জীবনী » তাসরিবা খান ( tasriba khan )


তাসরিবা খান

তাসরিবা খান

১৯৯৪ সালের ২৪ মার্চ দুবাইয়ের আবুধাবিতে জন্ম। ২০০২ সালে বাংলাদেশে এসে যথারীতি পড়ালেখা করতে করতেই যুক্ত হন ঢাকা থিয়েটারের সাথে। তখনই লেখকের সাহিত্যের প্রতি টান অনুভব হয়। ২০১০ সাল থেকেই সাহিত্য অঙ্গনের সাথে লেখক ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন সুনিপুণভাবে অনুভবের চেষ্টা থেকেই লেখকের এক একটি উপন্যাসের সৃষ্টি । নিয়মিত থিয়েটারের নাটক লেখা, মঞ্চস্থ, কবিতা লেখা, কবিতা পাঠ এবং উপন্যাস লেখা নিয়েই লেখকের বিচরণ। তবে সব বিচরণ থেকেই প্রাপ্তি আসে। লেখকেরও ঝুলিতে রয়েছে একক এবং যৌথ বই । এবং প্রাপ্তির পুরস্কার হিসেবে পেয়েছেন রবীন্দ্র-নজরুল সাহিত্য পুরষ্কার ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত কাঁটাতারের পরিযান গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ