মোঃ শাহ্ জালাল বিল্লাহ্ ( md.shah jalal billah )
প্রথম পাতা » জীবনী » মোঃ শাহ্ জালাল বিল্লাহ্ ( md.shah jalal billah )মোঃ শাহ্ জালাল বিল্লাহ্
তিনি ভোলা জেলাধীন বোরহান উদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের পশ্চিম সৈয়দ আওলীয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭০ সনের ২৬ জুন জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আবু হানিফ মিয়া এবং মাতা- মরহুমা মঞ্জুমা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে লেখা-পড়া সম্পন্ন করে প্রায় পাঁচ বছর বাংলাদেশ সরকারের মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ অধিদপ্তরে চাকুরি করেন। স্বাধীনচেতা এ মানুষটি স্বেচ্ছায় এ চাকুরি ছেড়ে ১৯৯৬ সনের ২৯ জানুয়ারি কলেজে অধ্যাপনা শুরু করেন। তাঁর বর্তমান কর্মস্থল তজুমদ্দিন সরকারি কলেজ, তজুমদ্দিন, ভোলা ।
তাঁর স্ত্রী রাবেয়া আক্তার মীনা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের একজন স্বাস্থ্য পরিদর্শিকা এবং একমাত্র পুত্র- সাদমান ফারদিন সৌমিক এবং কন্যা- সানজানা ফারহিন সাঞ্জু।
ভিন্নধারার এ কবি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের অবক্ষয় এবং বিভিন্ন অসঙ্গতি নিয়ে ভাবেন অহরহ। আর এ ভাবনাপ্রসূত মনে তিনি লিখেন অসংখ্য কবিতা। এছাড়া তিনি ‘হারানো পাণ্ডুলিপি’ নামক একটি উপন্যাসের রচয়িতা। তিনি অন লাইন ভিত্তিক অসংখ্য কবি গ্রুপে নিয়মিত লিখেন। এসব কবি গ্রুপ বা সংগঠন হতে তিনি দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক সেরা কবি হিসেবে গ্রহণ করেন অসংখ্য সম্মাননা পত্র। তিনি ২০২১ সনে সিলেট কবি পরিষদ, ২০২২ সনে বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদ, ২০২৩ সনে সোহাগী আন্তর্জাতিক সাহিত্য পরিষদ এবং স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক বর্ষসেরা কবি নির্বাচিত হয়ে বিভিন্ন পুরস্কার লাভ করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা একক-১টি এবং যৌথ-১০টি ।
তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত অবিদিত কাব্যকথা গ্রন্থ থেকে সংকলিত।