হাবিব খোকন(জীবনী)
প্রথম পাতা » জীবনী » হাবিব খোকন(জীবনী)
তরুণ লেখক হাবিব খোকন এর পূর্ণনাম মোঃ হাবিবুর রহমান খোকন। ১৯৯৮ খ্রিস্টাব্দে ১৮ নভেম্বর হবিগঞ্জ জেলার রিচি ইউনিয়নের ছোট বহুলা গ্রামের হাজীবাড়িতে জন্মগ্রহণ করেন। বাবা আব্দুস সালাম, মাতা মোছাঃ রোকেয়া খাতুন। লেখক বিজ্ঞান বিভাগ থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক শেষ করেন। ২০২০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করে বর্তমানে হাজী চেরাগ আলী কলেজে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। একই সাথে ২০২১ সালে বাংলাদেশ জেলা শিল্পকলা একাডেমি হবিগঞ্জ হতে নাটক বিভাগ থেকে ৪ বছর মেয়াদী ডিপোমা সম্পন্ন করে হবিগঞ্জের প্রাচীন নাট্য সংগঠন “খোয়াই থিয়েটার” এর সাথে যুক্ত আছেন।