হাসান জাহিদ ( hasan zahid )
প্রথম পাতা » জীবনী » হাসান জাহিদ ( hasan zahid )হাসান জাহিদ
আশির দশকের গল্পকার। জন্ম ২৭ সেপ্টেম্বর ১৯৬৫ ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ সম্মানসহ এমএ ।
বর্তমানে ক্যানেডার টরোন্টো শহরের স্থায়ী বাসিন্দা ও সেই
দেশের নাগরিক। ক্যানেডায় তিনি সাংবাদিকতা ও কালচার অ্যান্ড হেরিটেজ বিষয়ে গ্রাজুয়েট।
হাসান জাহিদ পরিবেশ ও জলবায়ু বিষয়ে কয়েকটি আলোচিত গ্রন্থের প্রণেতা। ঢাকা, কলকাতা ও টরোন্টোর পত্রপত্রিকায় লিখছেন। তিনি ইকো-ক্যানেডা স্বীকৃত পরিবেশ বিশেষজ্ঞ ।
হাসান জাহিদের গল্প এবং বাংলা/ইংরেজিতে প্রবন্ধ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রপত্রিকায়, সাপ্তাহিক পত্রিকা/সাহিত্য ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
কণ্ঠশিল্পী হিসেবেও হাসান জাহিদের পরিচিতি ও শ্রোতাপ্রিয়তা রয়েছে। এছাড়া তার রচিত গল্প ও পাণ্ডুলিপি অবলম্বনে নির্মিত টিভিনাটক সম্প্রচারিত হয়েছে। কথাসাহিত্যে দেশ পুরস্কার, অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি ২০২২ পুরস্কার এবং জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে সম্মাননা লাভ করেন। তিনি সম্প্রতি কথাশিল্পী, পরিবেশবিদ ও সংগীতশিলী হিসেবে ‘জয়যাত্রা-২০২৩’ পুরস্কার লাভ করেন ।
তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত ভাইরাস অর্নিথোকেইরাস গ্রন্থ থেকে সংকলিত।