নাবিলা আনজুম জামান

প্রথম পাতা » জীবনী » নাবিলা আনজুম জামান


 নাবিলা আনজুম জামান


নাবিলা আনজুম জামান  নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা-তে অধ্যয়ন করছে। সে দশম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। পিতা। কাউসারুজ্জামান, মাতা খোদেজা খাতুন। নাবিলা নামটা তার বড় মামা শোয়েব মোঃ কামাল এর দেওয়া। নাবিলা ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। নাবিলা ছোটবেলা থেকেই শান্তশিষ্ট স্বভাবের, ঠিক যেমন তার বড় মামা। লেখালেখির অনুপ্রেরণাও পেয়েছে বড় মামার কাছ থেকে। যার অনুপ্রেরণায় বইটি ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে সে তার প্রিয় ছোট খালামণি সাবেরা খাতুন। ছোটবেলা থেকেই প্রতিদিন ডায়রি লেখে। প্রতিদিন নতুন কোথায় কি হলো, দিনটা কেমন গেল, সবই ডায়রিতে লেখে রাখে। করোনাকালে লক্‌ডাউনের সময় স্কুল বন্ধের ভেতর বাসায় বসে তার মাথার ভেতর এই উপন্যাস লেখার চিন্তার উদ্ভব হয়। জাতীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় সে পুরস্কার পেয়েছে। লেখালেখি ছাড়াও আবৃত্তি এবং গান গাওয়ার প্রতি তার বেশ ঝোঁক রয়েছে। বেশ কয়েকবার জেলা ও বিভাগ পর্যায়ে আবৃত্তিতে পুরস্কারপ্রাপ্

২০২৩ সালে প্রকাশিত হয় দুটি গ্রন্থ

১। ত্রিনিয়া

২। দ্যূতি

 তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত   ’ত্রিনিয়া’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ