মালিহা পারভীন ( maliha parveen )

প্রথম পাতা » জীবনী » মালিহা পারভীন ( maliha parveen )


মালিহা পারভীন

মালিহা পারভীন

জন্ম শেরপুর জেলা সদরে বৈশাখ মাসের এক তারিখে। পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা ও আলোকিত শিক্ষক মা-বাবার অনুপ্রেরণায় ছোটোবেলা থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি গড়ে ওঠে ভালোবাসা। আর সেই ভালোবাসা থেকেই তার সাহিত্যের সাথে সম্পৃক্ততা। ময়মনসিংহ চিকিৎসা মহাবিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি, জনস্বাস্থ্যে স্নাতকোত্তর এবং আল্ট্রাসনোগ্রাফিতে উচ্চতর ডিগ্রি নিয়ে সুনামের সাথে সেবা দিয়ে আসছেন। ছোটোগল্প ও কবিতা লেখার প্রতি মালিহা পারভীনের রয়েছে বিশেষ আগ্রহ। লেখকের প্রথম গ্রন্থ ‘তুমি রবে নীরবে’ প্রকাশিত হয় ২০১১ সালে। কাব্যগ্রন্থ ‘শূন্যতায় পূর্ণতায়’, ‘ছিলে তবু ছিলে না’, ‘আমি তা চাইতেই পারি’ বিশেষভাবে পাঠক সমাদৃত হয়েছে। প্রেম, প্রকৃতি, দেশ, জীবনবোধ, প্রাপ্তি-অপ্রাপ্তির নানাদিক উঠে এসেছে লেখকের বিভিন্ন লেখায়, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন বিন্যাসে। ইতোমধ্যে তাঁর চারটি কাব্যগ্রন্থ এবং একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর অনেক গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কলাম লেখক হিসেবেও তিনি সুপরিচিত। ভ্রমণ তাঁর নেশা। ভ্রমণ তাঁর ভালোবাসা। বাংলাদেশের প্রায় সকল জেলার প্রত্যন্ত অঞ্চলসহ পৃথিবীর বহুদেশ তিনি ভ্রমণ করেছেন। শাণিত গদ্যে তিনি তাঁর ভ্রমণকাহিনি এ বইয়ে জীবন্ত করে তুলে ধরেছেন। এটি তাঁর প্রথম ভ্রমণগ্রন্থ ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  মন বলাকার ডানা  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ