রাহনামা শাব্বীর চৌধুরী ( rahnama shabbir choudhury )

প্রথম পাতা » জীবনী » রাহনামা শাব্বীর চৌধুরী ( rahnama shabbir choudhury )


রাহনামা শাব্বীর চৌধুরী

রাহনামা শাব্বীর চৌধুরী

কবি, লেখক ও সমাজসেবী। সাহিত্যের বিভিন্ন শাখায় তার রয়েছে সরব পদচারণা জীবন

ও বাস্তবতা তার সাহিত্য চিন্তাকে করেছে প্রগাঢ় ও শানিত । নৈতিক মূল্যবোধ এবং সামাজিক বৈদগ্ধের পরিশীলিত উচ্চারণ তার সৃষ্টিশীলতার দ্যোতক। গভীর জীবনবোধ এবং সৌন্দর্যময়তা তাঁর কবিতার প্রধান অনুষঙ্গ।

রাহনামা শাব্বীর চৌধুরী (মনি) সিলেট শহরে ১০ জানুয়ারি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পীরের গাঁও (পীরের বাড়ি) গ্রামে। তাঁর পিতা মরহুম সৈয়দ তরব আলম ছিলেন একজন জমিদার। তাঁর মাতা দোহালিয়া পানাইল (জমিদার বাড়ির) মরহুম দেওয়ান আনছফ রাজা চৌধুরীর কন্যা হাবীব রওশন হাফসা খানম চৌধুরী। তাঁর বড় ভাই সৈয়দ দিদার আলম একজন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী । রাহনামা শাব্বীর চৌধুরী (মনি) শিক্ষাজীবনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাঁর স্বামীর নাম মরহুম শাব্বীর আহমদ চৌধুরী। তাঁদের পৈতৃক ভিটা জাকিগঞ্জ উপজেলার বালাউট (পশ্চিম চৌধুরী বাড়ি) গ্রামে। দাড়িঞ্জ নামে তাদের একটি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাঁদের দুই মেয়ে ও দুই ছেলে । সন্তানরা হচ্ছেন- বড় মেয়ে তাবিন্দা শাব্বীর চৌধুরী, ছোট মেয়ে ছামান্তা শাব্বীর চৌধুরী। বর্তমানে তিনি সন্তানদের সাথে সিলেট নগরীর উপশহরে বসবাস করছেন। রাহনামা শাব্বীর চৌধুরী (মনি) ইতোমধ্যে বিভিন্ন পত্র-পত্রিকা এবং সাময়িকীতে লেখালেখি করেছেন। ‘বিমলিন বাতাস’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ এবং “অতৃপ্ত সন্ধ্যায় একাকিনী” তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  “অতৃপ্ত সন্ধ্যায় একাকিনী”  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ