ইদ্রিস আশরাফী ( idris ashrafi )

প্রথম পাতা » জীবনী » ইদ্রিস আশরাফী ( idris ashrafi )


ইদ্রিস আশরাফী

 ইদ্রিস আশরাফী

১৯৬৪ সালের ৮ অক্টোবর সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন চৌদুয়ার গ্রামে এক সম্ভ্রান্ত মুসললিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম ময়দান আলী এবং মাতা মরহুমা বেগম কচিরুন নেছা। দুই ভাই এবং পাঁচ বোনের মধ্যে তিনি তৃতীয়। কর্মজীবনে তিনি একজন সরকারী চাকরিজীবি। ব্যক্তি জীবনে তিনি দুই ছেলে এবং এক কন্যা সন্তানের জনক। বাংলা সাহিত্যের প্রতি রয়েছে তাঁর প্রগাঢ় ভালোবাসা। কর্মজীবনের ব্যস্ততার মাঝেও তিনি আবেগের বৃষ্টিজলে হৃদয়ভূমিতে কবিতার চাষ করতে ভোলেন না। ভাবনার অপরূপ দৃশ্যপট তৈরি, নান্দনিক ও কাব্যিক শব্দ চয়ন এবং অদম্য ইচ্ছে শক্তির স্রোতধারায় তাঁর সৃষ্টিশীল লেখনী বাংলা সাহিত্যকে আরো উচ্চতায় নিয়ে যাবে বলে দৃঢ় বিশ্বাস। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ :

কাব্যগ্রন্থ : জীবন তরী (২০১৯), স্বপ্নকন্যা (২০১৯), নিঃসঙ্গ নীরবতা ( ২০২০ )

গল্পগ্রন্থ : একনদী ভালোবাসা (২০২১)

উপন্যাস: ফেরারী বসন্ত (২০২২)

জীবন নদীর বাঁকে (২০২৩)

যৌথ গল্প/কাব্যগ্রন্থ:

গল্পাঞ্জলী-২ (২০১৯), যুক্তাঞ্জলী-৫ (২০২০) ও যুক্তাঞ্জলী-৬ (২০২১)।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  একমুঠো আলো  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ