দিলরূবা জ্যাসমিন ( dilruba jasmin )

প্রথম পাতা » জীবনী » দিলরূবা জ্যাসমিন ( dilruba jasmin )


 দিলরূবা জ্যাসমিন

দিলরূবা জ্যাসমিন

ভালো লাগা আর ভালোবাসার অনুরণন থেকেই লিখা। সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই বিচরণ তাঁর। কোনোরকম প্রাপ্তি আর প্রত্যাশার মোহময়তার নিজেকে না জড়িয়ে নিরলসভাবে সাহিত্যচর্চা করে যাচ্ছেন।

পেশাগত জীবনে বাংলা ভাষা ও সাহিত্যের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। এছাড়া অনলাইন পত্রিকা বিডিমিরর ৭১.কম-এর নির্বাহী সম্পাদক।

‘তবুও ছুঁয়ে যায়’ আত্মজীবনীমূলক উপন্যাস । লেখকের প্রকাশিত অন্যান্য গ্রন্থসমূহ : সুখেরা আমার দুঃখেরা আমার (কাব্যগ্রন্থ); যায় দিন একাকী (কাব্যগ্রন্থ); অন্বেষা (প্রবন্ধগ্রন্থ); আকাশলীনা (গল্পগ্রন্থ); বিকেলে ভোরের ফুল (কাব্যগ্রন্থ); পদ্ম পাতায় শিশির (পত্রকথা বা, পত্রপোন্যাস); নীল জোছনায় কালো গোলাপ (পত্রকথাবা, পত্রপোন্যাস); রোদেলা (স্মৃতিকথা); নির্বাচিত কবিতা ত্রয়ী (কবিতা সংকলন); শ্রাবণ সন্ধ্যা (কাব্যগ্রন্থ); জোনাকি দুপুর (কাব্যগ্রন্থ); জল জোছনা (কাব্যগ্রন্থ); নিসর্গ বিলাস (অণুগল্পগ্রন্থ)-

শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক ১৯৮৯ ইং সালে কবিতায় পুরস্কার প্রাপ্তি ।

শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত (২০০২ ইং সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক-)

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  তবু ও ছুঁয়ে যায়  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ