মুহাইমেনুল ইসলাম তকি ( muhaimenul islam toki )

প্রথম পাতা » জীবনী » মুহাইমেনুল ইসলাম তকি ( muhaimenul islam toki )


মুহাইমেনুল ইসলাম তকি

মুহাইমেনুল ইসলাম তকি

জন্ম ও বেড়ে ওঠা জামালপুর জেলায়। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

বর্তমান সমাজের পরিস্থিতি শোচনীয়। চারদিকে ঘটে যাওয়া নানা অন্যায়-অপরাধ তাকে ভী ষণ ভাবায়। প্রতিটি মুসলিমের দায়িত্ব সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাঁধা প্রদান করা। সেই দায়িত্বের জায়গা থেকেই তিনি হাতে কলম তুলে নিয়েছেন। মানবিক সকল কাজে এগিয়ে আসা, সকলকে ভালোবেসে জীবন গড়ার প্রত্যয়ে তিনি প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  সবার জন্য  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ