নুরুন নাহার আহমেদ ( nurun nahar ahmed )

প্রথম পাতা » জীবনী » নুরুন নাহার আহমেদ ( nurun nahar ahmed )


নুরুন নাহার আহমেদ

নুরুন নাহার আহমেদ

লেখা-লেখির সাথে সম্পৃক্ত ছিলেন স্কুল জীবন থেকে। বিভিন্ন পত্র-পত্রিকা ও স্কুল-কলেজ ম্যাগাজিনে তাঁর লেখা নিয়মিত প্রকাশ করা হতো। ব্যস্ততার কারণে বই প্রকাশের সুযোগ না পেলেও লেখালেখি তার থেমে থাকেনি। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে শিক্ষামূলক অনুষ্ঠান উপস্থাপনা করতেন। তিনি মূলত কবিতা, ছোটগল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনী লেখেন। মা-মাটি, মানুষ, সর্বোপরি প্রকৃতি এবং দেশপ্রেম ও বিভিন্ন সামাজিক অবক্ষয় তাঁর লেখার উপজীব্য বিষয় । আমার বিশ্বাস ‘থাইল্যান্ডের দিনগুলি’ বইটি পাঠকদের অনেকটা সংক্ষিপ্ত, তথ্য নির্ভর, কিছু উপাত্ত জানতে পারবে । কারণ, এর প্রতিটি বর্ণনা নিজের উপলব্ধিতে দেখা । যা পাঠক নিজেই সেই জায়গার অনুলিপি চোখের সামনে ছাপিয়ে কল্পনায় হারিয়ে যাবেন। এই গুণী লেখক ২ ছেলে আহমেদ নাজমুল আনাম ও আহমেদ তানভীর আনাম এবং ১ কন্যা নিশাত তানজিলা লিজা’র গর্বিত জননী । তার সন্তানেরা সকলেই স্ব স্ব

ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। ‘সম্পর্ক’(ছোটগল্প), ‘অনুভব’ (কাব্যগ্রন্থ) “ত্রিনয়নী’(কাব্যগ্রন্থ), ‘আমার দেখা আমেরিকা (ভ্রমণকাহিনী), ‘ঘরে বাইরে এবং’(উপন্যাস) ‘অপূর্ব’ (উপন্যাস) নামে তার আরও ছয়টি বই প্রকাশিত হয়েছে ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত ‘থাইল্যান্ডের দিনগুলি‘ গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ