আফরোজা সুলতানা চৈতি ( afroga sultana chaity )

প্রথম পাতা » জীবনী » আফরোজা সুলতানা চৈতি ( afroga sultana chaity )


আফরোজা সুলতানা চৈতি

আফরোজা সুলতানা চৈতি

জন্ম লাহিনী কারিগরপাড়া, কুষ্টিয়া, মাতা-ফুলনাহার চাঁপা, পিতা-মো. আকমল হোসেন পড়াশোনা-নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল। ২০০৬ সাল থকে ২০১৬ সাল পর্যন্ত আরটিভি, যমুনা টিভি ও সময় টেলিভিশনে কাজ করেছেন সিনিয়র প্রযোজক হিসেবে। এরপর উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন। একাধারে লেখালেখি, প্রামাণ্যচিত্র নির্মাণ,শিক্ষকতা সহ যুক্ত আছেন কর্পোরেট সেক্টরেও দায়িত্বশীল পদে। লেখালেখির হাতেখড়ি নাট্যজন সেলিম-আল-দীনের উৎসাহে। বিশ্ববিদ্যালয়ে পাঠকালীন সময়ে যুক্ত হয়েছেন প্রগতিশীল বাম রাজনীতিতে। নারীর মর্যাদা ও অধিকারের দাবিতে রাজপথে সোচ্চার থেকেছেন সবসময়ই। নারী ও বঞ্চিতজনদের জীবনসংগ্রাম আর তাদের না বলা কথা তুলে এনেছেন কলম থেকে ক্যামেরার ভাষায়। দীর্ঘ ১৫ বছর মঞ্চ, থিয়েটার ও টেলিভিশনের সাথে জড়িত থেকে নির্মাণ করেছেন অনেক বলা-না বলার গল্প। সরকারি ও বেসরকারি উন্নয়ন সংগঠনের সাথেও গবেষণা, প্রশিক্ষণকর্মশালা সমন্বয় ও পরিচালনা করেছেন। গল্প বলা আর মানুষের সাথে মেশার এক দক্ষ কুশলী এই লেখক জীবনের নানা অভিজ্ঞতার নির্যাসে একান্ত অনুভবের গল্পকে তুলে এনেছেন কাব্যের অবয়বে। তার নারীবিষয়ক প্রথম গ্রন্থ “আগুন আলিঙ্গন” প্রকাশিত হয় ২০২২ সালের বইমেলায়। লেখালেখি তার জীবনের অনুষঙ্গ। বর্তমানে ডিএসকে মার্ট নামক একটি ই-মার্কেট প্লেসের মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের ম্যানেজার পদে কর্মরত আছেন। সুবিধাবঞ্চিত, ভাগ্যহত নারীদের স্বাবলম্বী করে তুলতে গড়ে তুলেছেন সামাজিক সংগঠন ‘অপরাজিতা’।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  দুই সখীতে কানাকানি  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ