মিলন আব্দুল্লাহ ( milon abdullah )

প্রথম পাতা » জীবনী » মিলন আব্দুল্লাহ ( milon abdullah )


মিলন আব্দুল্লাহ

মিলন আব্দুল্লাহ 

ইংরেজি সাহিত্যে বিচরণ করা এক ক্ষুদ্র বালুকণা । লেখালেখি করেন মিলন আব্দুল্লাহ নামে। সাহিত্যের প্রতিটি অঙ্গনে নিজের অস্তিত্বের প্রমান দেয়ার তীব্র ইচ্ছা পোষন করেন। বিশেষ করে গল্প, কবিতায় তার ঝোক আকাশচুম্বী। ‘স্মৃতির কয়েদি’ লেখকের তৃতীয় গ্রন্থ। ২০২৩ বইমেলায় তার কবিতার বই ‘বেওয়ারিশ অনুভূতি’ ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। জাতীয় কবিতা মঞ্চ থেকে ভূষিত হন ‘নবসাহিত্য বেস্ট সেলার এ্যাওয়ার্ডে।’

লেখক সাহিত্যের প্রতিটি বর্ণে, শব্দে নিজের পরিচয় তৈরি করতে চান। বিভিন্ন সাহিত্য পাতার নিয়মিত লেখক তিনি। প্রচ্ছদের কারারুদ্ধ মানুষটির মতো স্মৃতির কারাগারে আবদ্ধ হয়েছেন অসংখ্যবার।

বৃষ্টি, জোস্না, গোধূলীকে বুকে আগলে রাখা মানুষটির জন্ম মাদারীপুর জেলার কালকিনিতে । ইংরেজি শিক্ষক হিসেবে ছড়িয়ে যাচ্ছেন জ্ঞানের জ্যেতি

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  ‘স্মৃতির কয়েদি’  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ