খোন্দকার জিল্লুর রহমান ( khandaker zillur rahaman )

প্রথম পাতা » জীবনী » খোন্দকার জিল্লুর রহমান ( khandaker zillur rahaman )


খোন্দকার জিল্লুর রহমান

 খোন্দকার জিল্লুর রহমান
পিতা : এরফানুল হক খোন্দকার
মাতা : মিসেস আনোয়ারা বেগম
গ্রাম : বাসপুর

ডাকঘর: কেশনপাড়
থানা : বরুড়া

জেলা: কুমিল্লা।
বাংলাদেশ।
জন্ম : ০১-০১-১৯৫৯ ইং

খোন্দকার জিল্লুর রহমান বাসপুর খোন্দকার বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকে শৈশব জীবন গ্রামীণ পরিবেশে কাটান। গ্রামের স্কুল থেকে প্রাইমারি স্কুল পর্ব শেষে করে নিজস্ব ইউনিয়নের শীলমুড়ী রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুমিল্লা কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়ন শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

স্কুল জীবন থেকেই খেলাধুলা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংগঠনিক কাজের প্রতি আগ্রহী ছিলেন। কলেজ জীবনে এসে সাংবাদিকতা থেকে শুরু করে বিভিন্ন গল্প কবিতা এবং সংবাদপত্রে কলাম লেখার প্রতি ঝুঁকে পড়েন। কর্মজীবনে বিভিন্ন ঔষধ কোম্পানীতে চাকরি করার কারণে বেশ কবছর লেখালেখি এবং সাহিত্য চর্চায় খুব একটা মনোযোগ দিতে না পারলেও একটা নির্দিষ্ট সময় পরে পুরোপুরিভাবে সাংবাদিকতার সাথে কলাম লেখা, ছোট গল্প, প্রতিবাদি কবিতা লেখাসহ বিভিন্ন সাহিত্য আসরে মনোনিবেশ করেন। দেশ-বিদেশের বিখ্যাত বাচিক শিল্পীরা আগ্রহভরে তাঁর লেখা কবিতা আবৃত্তি করেন এবং তিনি নিজেও একজন সফল আবৃত্তিকার। বিভিন্ন সাহিত্য আসরের পক্ষ থেকে পাওয়া অসংখ্য সম্মাননা থাকলেও প্রথম সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি” থেকে মহান বিজয় দিবস -২০১৬ উপলক্ষে স্টার গোল্ড এ্যাওয়ার্ড-২০১৬ অর্জন করেন।

তিনি অর্থনীতি, সমাজনীতি, নারীউন্নয়ন, রাষ্ট্রীয় উন্নয়ন, ব্যাংক, বীমা ও শিল্প কারখানার উন্নয়ন ও দুর্নীতির সংবাদের উপর বিভিন্ন পত্র- পত্রিকায় অসংখ সংবাদ প্রকাশের বহুমুখি অবদান রাখেন এবং “অর্থনীতির ৩০ দিন” পত্রিকার সম্পদক, প্রকাশক হিসাবে সকলের নিকট সফল ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। দীর্ঘ সময় পরে হলেও ২০২৪ সালের ২১শে বই মেলায় তার তিনটি কবিতার বই এবং দুইটি ছোটগল্পের বই প্রকাশিত হয়। প্রথম কবিতা বইটির নাম “স্মৃতির ঝরা পাতা” যা ইতিমধ্যে দেশ-বিদেশের কবি ও কবিতা প্রেমীসহ সাধারণ পাঠকদের মনে ঠাঁই করে নিয়েছে।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  প্রতিবাদের প্রতিধ্বনি  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ