ফুয়াদ স্বনম ( fuad sanam )

প্রথম পাতা » জীবনী » ফুয়াদ স্বনম ( fuad sanam )


ফুয়াদ স্বনম

ফুয়াদ স্বনম

জন্ম ১৯৮২ সালের ১৫ই জানুয়ারি প্রমত্তা পদ্মার পাড়ের রাজশাহী শহরে। শ্যামল সবুজের মাঝে ছুটোছুটি আর পদ্মার ঢেউয়ে ঢেউয়ে দুরন্তপনার মধ্যে দিয়ে কাটে তার শৈশব। ছোটবেলা থেকেই খুব সহজেই তিনি মানুষদের আপন করে নিতে পারতেন। সমাজের বিভিন্নস্তরের মানুষদের জীবনযাত্রা তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেন। যার প্রতিফলন ও ছটা আমরা তার লেখার মাঝে দেখতে পাই ।

যদিওবা তিনি ফুয়াদ স্বনম নামেই অধিক পরিচিত, কিন্তু তার শুভ নামটি হচ্ছে মোঃ ফুয়াদ সাকী। ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স শেষ করে বেশ কিছু বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে সুনামের সাথে চাকুরি করেন। কিন্তু তার মন প্রাণ জুড়ে ছিল সৃজনশীলতা। তাই তিনি নিজ উদ্যোগে ও পরিবারের অন্য সকল সদস্যদের সহায়তায় ব্যবসা শুরু করেন এবং এর পাশাপাশি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। মনোযোগী ও মেধাবী হবার কারণে অতি কম সময়েই তিনি ব্যবসায় ব্যাপক সফলতা অর্জন করেন আর লেখার মাধ্যমে বিপুল সংখ্যক পাঠকের হৃদয়ে স্থান করে নেন। কবির প্রথম একক কাব্যগ্রন্থ ‘আমি নিম্ন-মধ্যবিত্ত বলছি’ প্রথম অনুকাব্যের বই ‘বেদনার শিরোনাম’ ব্যপক জনপ্রিয়তা ও পাঠকপ্রিয়তা পায়। ‘ছা-পোষা মানুষ’ তার একটি স্বপ্নিল কাব্যগ্রন্থ যেখানে সে সমাজের একটি সুবিধাবঞ্চিত বিশেষ জনগোষ্ঠীর কথা তুলে ধরেছেন। কবি ফুয়াদ স্বনম একজন অতি স্মৃতিকাতর মানুষ, বর্তমান জীবনের প্রতি পদে পদে তিনি তার শৈশব ও কৈশোরকে অনুভব করেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুটি ফুটফুটে ছেলে ও মেয়ে সন্তানের জনক। তানার স্ত্রী সাফিকা জহুরা জেসি একজন স্বনামধন্য কবি এবং তার মা, বাবা, খালা, মামাগণও সাহিত্য অনুরাগী। সর্বোপরি তিনি একজন মানবতার কাণ্ডারী। সবার উন্নতির মাধ্যমেই একমাত্র নিজের উন্নয়ন সম্ভব কথাটিতে তিনি ভীষণভাবে বিশ্বাসী ।।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  ছা-পোষা মানুষ  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ