শামীমা বেগম ( shamima begum )

প্রথম পাতা » জীবনী » শামীমা বেগম ( shamima begum )


শামীমা বেগম

শামীমা বেগম
জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার হিরাপুর গ্রামে নানার বাড়িতে। বাবা মোঃ আবুল কাসেম ভূঁইয়া, মা জুলেখা খাতুন। আট ভাইবোন ও প্রতিবেশীদের নিবিড় সান্নিধ্যে মফস্বলের ছায়াঘেরা সুন্দর পরিবেশে তার বেড়ে ওঠা। জেলা শহরে শৈশব, কৈশোর, কলেজ পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস সম্পন্ন করেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। বর্তমানে ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় কর্মরত আছেন। তিনি নিজেকে সংবেদনশীল ও মানবিক চেতনার মূল্যবোধে একজন প্রগতিশীল মানুষ ভাবতে পছন্দ করেন।

জীবন ও প্রকৃতির গভীর ভাবনার প্রকাশ ঘটেছে তার রচিত কাব্য ও ছন্দ বিন্যাসে। মননে ও সৃজনশীল চেতনায় অবিরাম সুন্দরের অনুসন্ধানে নিত্য ব্রতী তার মন।

ইতিপূর্বে প্রকাশিত গ্রন্থসমূহ:

১. ‘জীবন স্তব্ধ, জেগে ওঠে শব্দ’ ২. কাব্যগন্থ ‘স্মৃতির উঠোন’

৩. ভালোবাসার অনুকাব্য ১,২,৩ ৪. যৌথ কাব্যগন্থ ‘অতৃপ্ত আর্তনাদ’ ৫. স্মারকগ্রন্থ ‘প্রতীতি’

৬. যৌথ কাব্যগন্থ ‘চিত্রকাব্য’

৭. যৌথ কাব্যগন্থ নৈঃশব্দ্যের গুঞ্জরন

৮. Police Women in Blue Helmet Tales of Success and Pride’ [Editor]

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  কীর্তিমানের মৃত্যু নাই  গ্রন্থ থেকে  সংকলিত।




আর্কাইভ