জাহাঙ্গীর আলম ( jahangir alam )

প্রথম পাতা » জীবনী » জাহাঙ্গীর আলম ( jahangir alam )



 জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম

১৯৮১ সালের ১ মার্চ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ।

পরিবার : পিতা - বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, মাতা- মোসা. জবেদা খাতুন। বর্তমানে এক মেয়ে (ইশরাত জাহান হাবিবা) এবং এক ছেলের (মেহেদী হাসান ফারহান) জনক ।

পড়াশোনা : ২০০৩ সালে ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়’ হতে ডিভিএম এবং ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে এমপিএস ডিগ্রি অর্জন করেন ।

প্রফেশন : ২০১২ সালে ৩০ তম বিসিএস (পুলিশ) এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন । চাকরির শুরুতেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-তে অত্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে এডিশনাল এসপি হিসেবে পদোন্নতি সূত্রে যোগদান করেন শেরপুর জেলা পুলিশে। ২০২১ সালে যোগদান করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশে। এরপর ২০২২-২৩ সালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণে (এসপিবিএন) সাফল্যের সাথে চাকরি করেন আরও এক বছর ।

অর্জন : ২০১৯-২০২০ : জাতিসংঘ শান্তিরক্ষা মিশন - গুন্দাম, মালি এবং

২০২০-২০২৪ : জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-বামাকো, মালি । বিদেশ ভ্রমণ : লেখক প্রশিক্ষণ এবং অফিসিয়াল ভিজিটসহ ট্যুরিস্ট হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এর মধ্যে ভারত, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), মিশর, তুরস্ক, মরক্কো, মালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর অন্যতম ।

শখ : অবসরে বই পড়া, গান শোনা এবং পর্যটক হিসেবে ঘুরে বেড়ানো লেখকের শখ ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  অপরাধের সাতকাহন  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ