মোঃ মাঈন উদ্দীন ( md.main uddin )

প্রথম পাতা » জীবনী » মোঃ মাঈন উদ্দীন ( md.main uddin )


মোঃ মাঈন উদ্দীন

মোঃ মাঈন উদ্দীন
৩০ নভেম্বর, ১৯৭৭ সালে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার খুশীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মাতা কদবানু একজন গৃহিনী। পিতা মোঃ সুজাত আলী একজন শিক্ষক ছিলেন। লেখক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বি.এস.সি (অনার্স) ও এম.এস.সি ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি ডিগ্রী লাভ করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিং এর উপর ডি.এ.আই.বি.বি এবং আই.বি.টি.আর.এ থেকে ডি.আই.বি ডিগ্রী অর্জন করেন। একটি কলেজের অর্থনীতির প্রভাষক হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য বেসরকারী ব্যাংকে কর্মরত আছেন। ব্যবসা, বাণিজ্য, ব্যাংকিং, অর্থনীতি সমসাময়িক বিষয়ের উপরে তার অসংখ্য নিবন্ধ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়ে আসছে। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  অর্থনীতি ভাবনা  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ