অরুনা বেগম(জীবনী)
প্রথম পাতা » জীবনী » অরুনা বেগম(জীবনী)
রত্নগর্ভা কবি মোসাঃ রজবা বেগম, ডাক নাম অরুনা বেগম-লেখালেখির জগতে এ নামেই তিনি সুপরিচিত। ১৯৫৮ সালের ১৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সদরের এক শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে কবি জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মকবুল হোসেন ভূঁইয়া ওরফে ফালু ভূঁইয়া ছিলেন নবীনগর সদর বাজারের অন্যতম প্রবীণ ব্যবসায়ী। মমতাময়ী মাতা তহুরা খাতুন একজন আদর্শ গৃহিণী। তিন ভাই দুই বোনের মধ্যে লেখক বোনদের মধ্যে বড়। পিতা ফালু ভূঁইয়া ব্যবসায়ী হলেও শিল্প সাহিত্যের প্রতি ছিল তাঁর প্রগাঢ় অনুরাগ। পরিবারের সকল ভাই বোন শিল্প সাহিত্যের সাথে বিভিন্নভাবে জড়িত। কবি’র ছোট বেলা থেকেই সাহিত্যের প্রতি ছিল অসম্ভব ঝোঁক যা তিনি তার সাহিত্যিক পরিবার থেকেই অর্জন করেছিলেন এবং যার স্বাক্ষর তিনি স্কুল জীবন থেকেই রেখে আসছিলেন। পড়াশোনার পাশাপাশি কবি সংসার জীবন শুরু করেন। তবে সংসারী হয়ে কবি তার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিজের ভেতর ছাইচাপা আগ্নেয়গিরির মতোই চেপে রাখেন দীর্ঘদিন। সম্প্রতি কবির লেখনীতে এর প্রতিফলন অত্যন্ত ঈর্ষণীয়। অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে কবি নিজ স্বকীয়তা বজায় রেখে চলেছেন। স্বামী মরহুম মোঃ ইদ্রিস ছিলেন নবীনগর উপজেলার পার্শ্ববর্তী গ্রাম ঐতিহ্যবাহী আলমনগরের সমাজহিতৈষী কীর্তিমান পুরুষ। আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রবাস জীবন অর্থাৎ সৌদি আরবের রিয়াদ সেন্ট্রাল পোস্ট অফিসে অত্যন্ত দক্ষতার সাথে সরকারি দায়িত্ব পালন শেষে পরিবারের সান্নিধ্যে জীবনের শেষ সময় অতিবাহিত কবির দুই ছেলে ও এক মেয়ে দেশে ও বিদেশে নিজ নিজ অবস্থানে সুপ্রতিষ্ঠিত। সামাজিক, সাংস্কৃতিজ, সাংসারিক ব্যস্ততার মাঝে সময় পেলেই ভ্রমণপিপাসু কবি ছুটে যান স্রষ্টার সৃষ্টি এ সুন্দর ধরণীকে নিজ চোখে অবলোকন করতে নানা দেশে। ভালোবাসেন জীবন ও প্রকৃতি।