মুনশী শাহাবুদ্দীন আহমেদ ( munsi shahabuddin ahmed )

প্রথম পাতা » জীবনী » মুনশী শাহাবুদ্দীন আহমেদ ( munsi shahabuddin ahmed )


মুনশী শাহাবুদ্দীন আহমেদ

মুনশী শাহাবুদ্দীন আহমেদ

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা : আমজাদ হোসেন মুনশী। মাতা : রোকেয়া বেগম ।

মুনশী শাহাবুদ্দীন আহমেদ ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘লোকপ্রশাসন’এ সম্মানসহ এমএসএস ডিগ্রি অর্জন করেন ।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে যোগদান করেন । তিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) পদে কর্মরত আছেন । এ পদে যোগদানের পূর্বে চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ড, পরিবহন কমিশনার, যুগ্ম সচিব, স্থানীয় সরকার বিভাগ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন । তিনি জেলা প্রশাসক হিসেবে ঠাকুরগাঁও ও মানিকগঞ্জ জেলার দায়িত্ব পালন করেন । সংস্থাপন মন্ত্রণালয়ের এপিডি উইং এ উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশে-বিদেশে বহু প্রশিক্ষণে অংশগ্রহণ করেন । মুনশী শাহাবুদ্দীন আহমেদ বাংলাদেশ স্কাউটস-এর রৌপ্য ইলিশ পদক প্রাপ্ত এবং বর্তমানে বাংলাদেশ স্কাউটস এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন । তার স্ত্রী ডা. মারিয়া ইয়াসমিন (সদস্য, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড) এবং তিন পুত্র- আকিব আহমেদ, আবীর আহমেদ, আরাফাত আহমেদ স্কাউটিং এর সাথে সম্পৃক্ত ।

তিনি সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক সংগঠনের সাথে জড়িত আছেন ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  কারিগর  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ