আলী আহাম্মেদ মোল্লা ( ali ahmed molla )
প্রথম পাতা » জীবনী » আলী আহাম্মেদ মোল্লা ( ali ahmed molla )আলী আহাম্মেদ মোল্লা
পিতাঃ মৃত হাজী জামাল মোল্লা, মাতাঃ আমেনা বেগম। গ্রামঃ মানিক নগর, পোঃ ডুবি সাহেবের হাট (কাজীর হাট),থানাঃ জাজিরা,জেলাঃ শরীয়তপুর
বাংলাদেশ। মেঘে অনেক বেলা হয়ে গেছে লেখা লেখি করছি অনেক দিন যাবৎ। তাই আমি আনন্দিত, ক্লান্তি এখানে আমাকে স্পর্শ করতে পারেনি। ১৪ই আগষ্ট ১৯৯৮ সনে চলে গেলাম স্পেন, সেখানে নিজের কেনা একটি বাড়িতে এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে কাটছে আমার দিবস রজনী। এটি দ্বিতীয় উৎসর্গ করে লক্ষ কোটি পাঠকের মাঝে ছড়িয়ে দিলাম আমার লেখা উপন্যাস।
তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত কাজের মেয়ে বুলবুলি গ্রন্থ থেকে সংকলিত।