নাসির উদ্দিন শেখ ( nasir uddin sheikh )

প্রথম পাতা » জীবনী » নাসির উদ্দিন শেখ ( nasir uddin sheikh )


নাসির উদ্দিন শেখ

নাসির উদ্দিন শেখ
জন্ম ঢাকার বারিধারায়। তাঁর পিতা মরহুম শেখ রোকন উদ্দিন এবং মাতা জুলেখা বেগম। কিশোরবেলা থেকেই শেখ নাসির লেখালেখির সাথে যুক্ত। লেখালেখির পাশাপাশি তিনি একজন সংগীত শিল্পী ও গীতিকার। তার গাওয়া বহু গীত রেডিও টেলিভিশনে প্রচারিত হয়েছে। দেশের বরেণ্য সংগীতজ্ঞ আজাদ রহমানের কথা ও সুরে শেখ নাসিরের দুটি গানের অ্যালবামও বেরিয়েছে। লেখালেখির সুবাদে যুক্ত আছেন বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে। এরমধ্যে সপ্তসুর সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তিনি। এছাড়া অনুপ্রাস জাতীয় কবি সংগঠন ও শুদ্ধ ধারার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন শুভজন’র সাথে জড়িত আছেন তিনি। বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থাকার কারণে দেশের বিভিন্ন স্থানে গান কবিতা পরিবেশন এবং সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। শিল্প-সাহিত্য চর্চায় তাকে সবসময় উৎসাহ যোগান তার সহধর্মিণী আয়েশা নাসির কবি নাসিরের দুই কন্যা সন্তান নাসরিন নাহার নূপুর ও নারগিস নাহার আঁখিও সাংস্কৃতিক চর্চা করেন। পারিবারিকভাবে কবি শেখ নাসিরের পরিবারের সবাই শিল্প সংস্কৃতির সাথে সম্পৃক্ত। ফুলের সজীবতা বইয়ে কবি তার সরল মনের সকল অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছেন। একইসাথে বইটিতে কবিতার সাথে রয়েছে বেশকিছু গীতিকবিতা।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  ফুলের সজীবতা  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ