সাইফুল ইসলাম চৌধুরী ( saiful islam chowdhury )
প্রথম পাতা » জীবনী » সাইফুল ইসলাম চৌধুরী ( saiful islam chowdhury )
সাইফুল ইসলাম চৌধুরী
পিতা- সলিম উল্লাহ চৌধুরী (১ম উপজেলা চেয়ারম্যান ছাগলনাইয়া উপজেলা জেলা ফেনী, মরহুম) মা- নুরজাহান বেগম (গৃহিণী এবং মরহুম) জন্ম- ১৯৫৭ সালের ১৬ই ফেব্রুয়ারি। ৩ ভাই ও ১ বোনের মধ্যে জ্যেষ্ঠ।
জন্মস্থান- গ্রাম- মটুয়া। গ্রামটি তখনকার সময় নোয়াখালী জেলার ফেনী মহকুমাস্থ (এখন জেলা) ছাগলনাইয়া থানা ও ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল (বর্তমানে পৌরসভার অধিভুক্ত ওয়ার্ড)।
লেখাপড়া- ফেনী সরকারি পাইলট প্রাইমারি স্কুল দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু। এরপর ফেনী সরকারি পাইলট হাই স্কুল হয়ে চট্টগ্রাম কলেজ এবং সবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে (৭ম ব্যাচ) সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন ।
চাকুরী জীবন- চাকুরি জীবনের শুরু ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এ প্রবেশানারি অফিসার পদে যোগদানের মধ্য দিয়ে। পরবর্তীতে ২০০৭ সালে সাউথইস্ট ব্যাংক লিমিটেডে কর্মজীবনের আরেক অধ্যায়ের শুরু হয়, যার পরিসমাপ্তি ২০১৭ সালে। এখন অবসর জীবন কাটছে লেখালেখি, সোশ্যাল মিডিয়া ও কতিপয় সামাজিক সংগঠন-এর সাথে জড়িত হয়ে ।
বিয়ে- ১৯৮৭ সালের ১১ই সেপ্টেম্বর সিলেট জেলার অন্তর্গত গোলাপগঞ্জ উপজেলার বারায়া উত্তরবাগ নিবাসী কামরুন নাহার ইপার সাথে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সংসার জীবন শুরু।
তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত অনু কবিতার সম্ভার গ্রন্থ থেকে সংকলিত।