স্মৃতি রাণী দে ( smriti rani dey )

প্রথম পাতা » জীবনী » স্মৃতি রাণী দে ( smriti rani dey )


স্মৃতি রাণী দে

স্মৃতি রাণী দে
১৯৮০ সালের ২৫ শে ফেব্রুয়ারি ভোলা জেলায় তজুমদ্দিন থানার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বিমল চন্দ্র দে এবং মাতার নাম স্বপ্না রাণী দে। বাবা পেশায় একজন হাইস্কুল শিক্ষক ছিলেন। মাতা একজন আদর্শ গৃহিণী। দুই ভাই বোনের মধ্যে কবি বড়। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। কবি পেশাগতভাবে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ১৯৯৫ সালে তিনি দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় ফতুল্লা থেকে এসএসসি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে অনার্স এবং ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। সর্বশেষ ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই.ই.আর থেকে তিনি এম.এড সম্পন্ন করেন। শৈশব থেকেই তিনি কবিতা লেখেন। কবি অষ্টম শ্রেণিতে পড়াকালীন ‘দ্রাবিড়’ নামক একটি সাহিত্য ম্যাগাজিনে ‘প্রিয় মাতৃভূমি’ কবিতাটি ১ম প্রকাশিত হয়।
এরপর নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ম্যাগাজিন অংকুরে ‘নতুন প্রজন্ম’ কবিতাটি বেশ প্রশংসিত হয়। এভাবে বিভিন্ন সাহিত্য সংখ্যায় তাঁর রচিত কবিতা নিয়মিত প্রকাশিত হচ্ছে। কবিতার মধ্য দিয়ে লেখার পদচারণা হলেও কবি গল্পও লিখেন সাচ্ছন্দ্যে। তাঁর রচিত প্রথম গল্প গ্রন্থ ‘জীবনের অনেক রং’ বইটি পাঠক মহলে বেশ সমাদ্রিত হয়েছে। কবির শখ- গান করা, আবৃত্তি ও উপস্থাপনা করা । এছড়া ছোটদের নিয়ে স্বরচিত নাটক মঞ্চায়ন করা, নৃত্য শেখানো তাঁর অন্যতম একটি শখ।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত  উদ্দীপ্ত চেতনা  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ