তামান্না হাসান ( tamanna hasan )
প্রথম পাতা » জীবনী » তামান্না হাসান ( tamanna hasan )
তামান্না হাসান
জন্ম ১১ই নভেম্বর, নেত্রকোনা। ফিশারিজে মাস্টার্স করে কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। এরপর জাতীয়
দৈনিক যায়,যায় দিন পত্রিকায় লিখতে আরম্ভ করেন ২০০৭ সালে। এখান থেকেই তার লেখনী জীবন শুরু।
এরপর সাহিত্যে পা রাখেন যৌথ কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে। অহিংসা, শ্রাবণ মেঘের আনকোড়া, নীলাম্বরে নীলপরীসহ মোট আটটি যৌথ কাব্যগ্রন্থে তিনি লিখেছেন।
তার প্রথম একক বই হলুদ শাড়ি এবং মেয়েটা নামে। এটি গল্পগ্রন্থ ছিল। এরপরই প্রকাশিত হয় উপন্যাস। লালবউ নামে।
তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত ল্যাম্পপোস্টের ছায়া গ্রন্থ থেকে সংকলিত।