নাসরিন সুলতানা ( Nasrin Sultana)

প্রথম পাতা » জীবনী » নাসরিন সুলতানা ( Nasrin Sultana)


নাসরিন সুলতানা

নাসরিন সুলতানার জন্ম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালি গ্রামে। এখান থেকেই তিনি এসএসসি পাস করেছেন। বরিশালে থেকে তিনটা বিষয়ে পড়াশোনা করেছেন- উদ্ভিদবিদ্যা, আইন ও শিক্ষা। তিনি এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তিনি তার শিক্ষার্থীদের দ্বারা গল্প, কবিতা আর অনুচ্ছেদ লেখান এবং ছবি আঁকান। সেগুলো জাতীয় দৈনিকে পাঠান। ছাপা হলে কাগজটা কিনে দেন। তার এই ইনোভেশন জাতীয় পর্যায়ে অনেক প্রশংসা অর্জন করেছে।

সবার পড়ার দক্ষতা এক রকম নয়। কেউ সব কিছু পড়ে বুঝতে পারে। কেউ শুধু কার চিহ্ন পড়তে পারে। কেউ পড়তেই পারে না। শিশুদের পড়ার সক্ষমতার স্তর শূন্য থেকে ছয় পর্যন্ত হয়। তিনি এই বিষয়টা নিয়ে কাজ করছেন। তার প্রকাশিত বই:
১. উপন্যাস-
নিঃসীম নীলিমা
অশ্রু নৈবেদ্য
২. নাটকের পাণ্ডুলিপি-
চন্দ্রবিন্দু
৩. কিশোর উপন্যাস-
অদম্য দুর্জয়
৪. শিশুতোষ গল্প-
বোকার গল্প
নীলপুরীর রাজা ও রাজকন্যা রূপটুশি
৫. বর্ণানুক্রমিক বাক্য-
শপথ
৬. শিশুর পড়ার সক্ষমতার স্তর অনুযায়ী লেখা গল্প-
০- শখ
১- শখের শখ
২- শখের কাজ
৩- শখের আশা
৪- শখের প্রতিজ্ঞা
৫- শখের সাফল্য
৬- শখের দাদার স্বাধীনতা দিবস
৬- টুশিদের কাহিনি
৬- আমরা সবাই বন্ধু
৪- পরির মতো মুখ
এগুলোর মধ্য থেকে ইংরেজি হয়েছে-
Durjoy the Indomitable
Ruptushi
ব্রেইল হয়েছে-
শখের শখ
শখের কাজ
বাংলাদেশ বেতারের ঢাকা, রাজশাহী ও রাঙামাটি কেন্দ্র তার লেখা থেকে নাটক বানিয়ে প্রচার করে। তিনি বাংলাদেশ বেতার বরিশাল থেকে নির্ধারিত বিষয়ে কথা বলেন। শখের বইগুলো তিনি নিজে প্রকাশ করেছেন। যারা শিশুসাহিত্য লিখতে চান তাদের জন্য এই সাতটা বই খুবই গুরুত্বপূর্ণ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ