মোঃ আব্দুল হামিদ (Md. Abdul Hamid)

প্রথম পাতা » জীবনী » মোঃ আব্দুল হামিদ (Md. Abdul Hamid)


মোঃ আব্দুল হামিদ

মোঃ আব্দুল হামিদ একজন প্রকৌশলী, উদ্ভাবক, উদ্যোক্তা, পরিবেশ কর্মী এবং লেখক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ব্যবসা প্রশাসনে ACBA ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া, তিনি হার্ভার্ড বিজনেস স্কুল অনলাইন থেকে ইমোশনাল ইন্টেলিজেন্স (EQ) বিষয়ে প্রশিক্ষণ সার্টিফিকেট লাভ করেছেন।

কর্মজীবনে, হামিদ বেশ কয়েকটি সফল স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন এবং তার সাফল্যের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি জাতীয় পর্যায়ে ব্যবসায় উদ্ভাবন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এবং ২০১৭ সালে স্টার্টআপ কাপ পুরস্কার অর্জন করেন। তিনি Catadu.com (একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম) এবং মাটির বন্ধু (একটি জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান ব্যক্তি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তার দক্ষতা নেতৃত্ব ও উদ্ভাবনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (IEB) এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (BAPA)-এর আজীবন সদস্য।

লেখালেখির জগতে হামিদ একজন প্রতিভাবান লেখক, যার ৬টি বই ইতিমধ্যেই অ্যামাজনে প্রকাশিত হয়েছে। তার কিছু জনপ্রিয় বই হলো—

1. Artificial Intelligence-Powered Personalized Learning for Lifelong Growth

2. The Inspiring Journey from Zero to Millionaire

3. Online Earnings: Techniques, Tips, and Opportunities

4. Building the Future: Blueprint of STEM (Science, Technology, Engineering, Math)

5. Discovering Your Passion: A Certified Guide to Co-curricular STEM Projects

6. The Insatiable Pursuit of Wealth

7. শূন্য থেকে কোটিপতি

হামিদ নিয়মিত Catadu.com-এ ইমোশনাল ইন্টেলিজেন্স (EQ), পার্সোনাল ফাইন্যান্স, STEM শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখালেখি করেন।

তার প্রিয় উক্তি: “I do not love to buy resources, rather to be resourceful.”

তথ্যসূত্রঃ ২০২৫ সালে প্রকাশিত “শূন্য থেকে কোটিপতি” গ্রন্থ থেকে




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ