মেরিনা সুলতানা (marina sultana)
প্রথম পাতা » জীবনী » মেরিনা সুলতানা (marina sultana)জন্ম ২৬শে ফেব্রুয়ারি।
জন্মস্থান চিটাগং এর ডাঃ খাস্তগীর স্কুল থেকে এস এস সি, তারপর হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে এইচ এস সি সম্পন্ন করে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন ১৯৯৩ সালে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিভিন্ন গবেষণামূলক কাজে জড়িত ছিলেন।
লেখাপড়া শেষ করেই মহাখালীস্থ কলেরা হাসপাতাল (আইসিডিডিআরবি)এর গবেষনামূলক হেল্থ প্রজেক্ট এ যোগ দেন। সাংসারিক কারণে বেশিদিন এই পেশায় নিয়োজিত থাকতে না পারলেও দীর্ঘ সময় একটি বেসরকারি এমপিও ভুক্ত ডিগ্রী কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
জীবনে অনেক ঘাত প্রতিঘাত এলেও মূলত কলেজ জীবন থেকেই লেখালেখি শুরু । সমাজবিজ্ঞানের ছাত্রী হলেও সাহিত্যের প্রতি একটা আকর্ষণ বরাবরই ছিল।
২০১৬ থেকে শুরু করেন বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখা।এভাবে চলতে চলতে ২০২১ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ “দহনে গহনে”।
২০২৩ এ কবিতার কথা গ্রুপের সংকলিত গ্রন্থ “ইন্দুরেখা বিন্দুকথায়”তিনি সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করেন।বইটি সেবারের বই মেলায় জাগতিক প্রকাশন থেকে প্রকাশিত হয়।
এরও আগে চবি ফ্রেন্ডস গ্রুপ থেকে ২০১৯ শে প্রকাশিত সংকলিত কাব্যগ্রন্থ “খন্ডে খন্ডে অখণ্ড” গ্রন্থ দিয়েই তার যাত্রা শুরু হলেও তার ধারাবাহিকতায় ২০২২ এ ‘কবিতার কথা’ থেকে ২১ এর বই মেলায় “কবিতার দরজায় কড়া নাড়ি” ও ” এবং কবিতা ” নামে আরো দুটি যোথ কাব্য গ্রন্থে লেখা প্রকাশিত হয়।,
২০২০ এ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের গবেষণা মুলক গ্রন্থ “করোনা ডায়েরি ” নামক গ্রন্থেও তার লেখা স্থান পায়।
২০২২ সালে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কতৃক সম্পাদিত “বঙ্গবন্ধু চির-সংগ্রামী চির অমর”গ্রন্থটি তার লেখা দিয়ে শুরু হয়।
মাঝে বিভিন্ন পত্র-পত্রিকায় তার সমকালীন চিন্তা বিষয়ক লেখা উপসম্পাদকীয় সহ বিভিন্ন বিভাগে কবিতা, ছোটগল্প, ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়। এছাড়া ফ্রান্সের প্যারিস থেকে প্রকাশিত ” প্যারিস টাইমসে” তিনি নিয়মিত লেখেন।
শুধু লেখালেখি নয় পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো তার আরেকটি শখ। তিনি সাহিত্যানুরাগী,সংগঠক, বন্ধুবৎসল ও মানবিক কাজে আত্ম-নিবেদিত।
সংসার জীবনকেও সাজিয়েছেন সুপরিকল্পিত ভাবে,স্বামী ও তিন সন্তানকে নিয়ে।বড় সন্তান রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেট্রিক এন্ড ইলেক্ট্রনিকস (ইইই) বিভাগ থেকে গ্রেজুয়েশন শেষ করে একটি আমেরিকান কোম্পানিতে কর্মরত।ছেলের বৌ স্থাপত্যবিদ্যায় গ্রেজুয়েশান সম্পন্ন করে একটি অস্ট্রেলিয়ান কোম্পানিতে কর্মরত আছেন।
বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স শেষ করে মেক্সট ফুল স্কলাশীপ নিয়ে পিএইচডি করছে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে।(2023 এ সে জাপান সরকারের আমন্ত্রণে “SAARC JENESYS 2022″ এক্সচেঞ্জ প্রোগ্রামে জাপান সফর করে এসেছে।)কনিষ্ঠ মেয়ে এবার এইচএসসি দিবে, পাশাপাশি সে একজন নৃত্য শিল্পী।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত মেরিনা সুলতানা রচিত ‘তবুও স্বপ্ন বুনি’ গ্ৰন্থ
ভিডিও ঃ