আনোয়ার রশীদ সাগর (Anwar Rashid Sagor)

প্রথম পাতা » জীবনী » আনোয়ার রশীদ সাগর (Anwar Rashid Sagor)


 আনোয়ারুল ইসলাম

আনোয়ারুল ইসলাম পিতাঃ আবুল হোসেন,

মাতাঃ খোদেজা বেগম।
স্থায়ী ঠিকানাঃ বড় বোয়ালিয়া( হাট বোয়ালিয়া)।
জন্মঃ ১২ জানুয়ারী ১৯৬৫ ইং। বর্তমানে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভার কোর্টপাড়ায় নিজ বাড়িতে বসবাস করেন।
লেখক নামঃ আনোয়ার রশীদ সাগর। সাহিত্যের সকল শাখায় অবাধ বিচরণ।শিক্ষকতার পাশাপাশি বহুমুখী লেখক নিয়মিত জাতীয় দৈনিক,পাক্ষিক,সাপ্তাহিক পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় লেখালেখি করছেন।
লেখকের গল্পগ্রন্থগুলো বহুল পঠিত ও আলোচিত।
প্রকাশিত গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্যঃ
১। নোম্যান্স ল্যান্ড ( এবং মানুষ প্রকাশনী প্রকাশ করে ২০১৭ খ্রীঃ),
২। নাচো তুমি ঢেউবুকে( অনুপ্রাণন প্রকাশন প্রকাশ করে ২০১৯ খ্রীঃ)
৩। সূর্যাস্তের দ্বিতীয় পর্ব( এবংমানুষ প্রকাশনী প্রকাশ করে ২০২০ খ্রীঃ)
৪। অণুগল্পের একশো একশয্যা (এবং মানুষ প্রকাশনী প্রকাশ করে ২০২১ খ্রীঃ)
৫। জাতিস্মর (অনুুপ্রাণন প্রকাশন প্রকাশ করে ২০২২ খ্রীঃ)
৬। হারানো অরণ্য ( এবং মানুষ প্রকাশনী’২০২৪)
ঔপন্যাসিক হিসেবে তার আলোচিত উপন্যাসগুলোঃ
১। পাখি এক অষ্টাদশীর নাম ( এবংমানুষ প্রকাশনী প্রকাশ করে ২০১৮ খ্রীঃ)
২। স্রোতের কালো চোখ( অঙ্কুর প্রকাশনী প্রকাশ করে ২০১৯ খ্রীঃ)
৩। স্বপ্ন জলে জ্যোস্না( অনুপ্রাণন প্রকাশন প্রকাশ করে ২০২০ খ্রীঃ)
৪।খোলাচুলে বনলতা( এবং মানুষ প্রকাশনী প্রকাশ করে ২০২২ খ্রীঃ)
আলোচিত কবিতাগ্রন্থগুলোর মধ্যে রয়েছেঃ
১। না যাবো না( ২। ও মেঘ ও নারী( প্রিয়মূখ প্রকাশনী প্রকাশ করে ২০১৫ খ্রীঃ)
৩। মুখোশ মন্ত্রের ফড়িঙ কাব্য( প্রিয়মূখ প্রকাশনী প্রকাশ করে ২০১৬ খ্রীঃ)
৪। বৃষ্টি প্রেমে শ্রাবণসন্ধ্যা( এবং মানুষ প্রকাশনী প্রকাশ করে ২০১৭ খ্রীঃ)
৫। আকাশ জুড়ে বাজপাখি ছোঁ ( এবং মানুষ প্রকাশনী প্রকাশ করে ২০১৮ খ্রীঃ)
৬। দরজা খুলে খুলে যায়( অনুপ্রাণন প্রকাশন প্রকাশ করে ২০২২ খ্রীস্টাব্দে)
৮। যৌবনবতী নিরীহ নগর ( অনুপ্রাণন প্রকাশন ২০২৫)
লেখকের লেখালেখির বৈশিষ্ট্যঃ
দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কমিউনিস্ট আন্দোলনে যারা অকাতরে জীবন দিয়েছে তাদেরকে নিয়ে এবং খণ্ড খণ্ড হয়ে নিজেদের মধ্যে হানাহানির চিত্র বার বার গল্প বা উপন্যাসে উঠে এসেছে। বামধারায় বিশ্বাসী লেখকের কবিতায় প্রেম, দ্রোহ ও বিপ্লবের চিত্রও বিভিন্নভাবে উপমার মাধ্যমে উঠে এসেছে।

তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত আনোয়ার রশীদ সাগর রচিত ‘’যৌবনবতী নিরীহ নগর’গ্রন্থ । 

তথ্যসূত্র, ২০২৫ সালে প্রকাশিত মেরিন সুলতানা রচিত তবুও


 

ভিডিও ঃ




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ