চন্দ্রা তরফদার - (chandra tarafder)

প্রথম পাতা » জীবনী » চন্দ্রা তরফদার - (chandra tarafder)


 চন্দ্রা তরফদার

চন্দ্রা তরফদার ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষা শহর ময়মনসিংহের বড় কালী বাড়ী রোডে জন্ম এবং বেড়ে ওঠা। বাবা বিজয় কুমার তরফদার, মা গীতা রানী তরফদার। মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি. মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ গতে গ্রেজুয়েশান কমপ্লিট করেন। পরবর্তীতে আনন্দ মোহন বিশ্বব্বিদ্যালয় কলেজে বাংলায় এম. এ অধ্যয়ন শেষ করেও চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি পারিবারিক অসুবিধার কারণে। স্কুল জীবন থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিলেন। কলেজ জীবন থেকেই চন্দ্রা তরফদারের লেখালিখি শুরু। তার লেখা প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘বসন্ত রাগিণী” ২০২৪ বইমেলায় প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হচ্ছে তার লেখা প্রথম উপন্যাস ‘মিলি’ (এক দুঃসাহসী নারীর পরাজয়ের গল্প)। স্বামী বিশ্বজিৎ মজুমদার সরকারি চাকুরে, একমাত্র পুত্র বিক্রম মজুমদার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সি.এস. সি ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি তৃতীয় ।

 তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত চন্দ্রা তরফদার রচিত ‘মিলি’ গ্ৰন্থ




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ