হাফসা আলম (Hafsa alam)
প্রথম পাতা » জীবনী » হাফসা আলম (Hafsa alam)হাফসা আলম (প্রকাশক,কবি ও শিশুসাহিত্যিক)
জন্ম ১৫ সেপ্টেম্বর পুরানো ঢাকার লালবাগ। পিতা - বীর মুক্তিযোদ্ধা ও স্বনামধন্য পুস্তক প্রকাশক, জনাব শাহ আলম চৌধুরী এবং মা স্কুল টিচার - মিসেস খাতুনে জান্নাত চৌধুরী। পাঁচ ভাই বোনের মাঝে তিনি দ্বিতীয়। বদরুন্নেসা কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স এবং তিতুমীর কলেজ থেকে মাস্টার্স করেছেন।স্বামী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ শাহ আলম স্বপন।দুই সন্তান সাইফুল আলম ও হাসিবুল আলম। তিনি বাংলাদেশ জাতীয় কবি পরিষদের পরিচালক, জাতীয় কবি সংসদ এর সহ-সভাপতি ,স্বপ্ন কথা ফাউন্ডেশন এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকরছেন। বর্তমানে মাসিক ভিন্নমাত্রা পত্রিকার সহ-সম্পাদক ও ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ও তিনি পারিবারিক প্রকাশনা ব্যবসা সহ অন্যান্য ব্যবসার সাথে জড়িত রয়েছেন। সবকিছুর মধ্যে ভালো লাগে নিজেকে কবি পরিচয় দিতে। তা তাঁর কবিতা লেখার পিছনে সবচেয়ে বড় অবদান ঢাকা শহরের ট্র্যাফিক জ্যাম আর পজেটিভ মনোভাব। কারণ, ট্রাফিক জ্যামে বসে বিরক্ত না হয়ে তিনি ভেতরের শব্দগুলোকে কাব্য রূপে সাজিয়ে কবিতা নির্মাণ করার চেষ্টা করেছেন।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কল্প থেকে হয় কবিতা’। এ গ্রন্থটি যথেষ্ট পাঠক প্রিয়তা পেয়েছে। ২০১৩ সালে এই গ্রন্থটি ভিন্নমাত্রা প্রকাশনী কর্তৃক ৫০০ টি বইয়ের মধ্যে সেরা পুস্তক হিসেবে ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড ২০২৩ সম্মাননা লেখকের লেখার উৎসাহ বাড়িয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় ভিন্নমাত্রা প্রকাশনীর চেয়ারম্যান, জনাব মোঃ মাসুম বিল্লাহ ভাইয়ের অনুপ্রেরণা লেখা শিশুতোষ গ্রন্থ ‘ভিন্ন গ্রহের দুই বন্ধু’ প্রকাশিত হয়। 2025 সালে আরেকটি শিশুতোষ গল্প গ্রন্থ ‘ভূতের বাড়ি ডোরেমন’ ও কাব্যগ্রন্থ ‘বহু প্রেমে মগ্ন মন’ প্রকাশিত হয়।
লেখকের শখ - বই পড়া ও ভ্রমন করা। যেকোনো উজ্জ্বল রং তাঁর খুব প্রিয়। ঝুম বৃষ্টি ,পূর্ণিমা রাত, সমুদ্র, আকাশ আর হিমেল হাওয়া তাকে পাগল করে দেয়। ভালো লাগে জ্ঞানী মানুষের সাথে আড্ডা দিতে আর গঠনমূলক মুক্ত চিন্তার প্রকাশ করতে।
সবচেয়ে প্রিয় উক্তি জালালুদ্দিন রুমির,
‘আমি সাগরের মাঝে এক বিন্দু জল নই
এক বিন্দু জলের মাঝে পুরো সাগর’ ।
প্রত্যাশাহীন ভালোবাসা বিলিয়ে প্রাণ খুলে জীবনে প্রতি মুহূর্ত উপভোগ করতে আর সবাইকে ক্ষমা করে নিজেকে ভারমুক্ত রাখতে পারে বলে আলহামদুলিল্লাহ তিনি অনেক সুখী। পরিবার তাঁর দুর্বলতা আবার পরিবার সকল শক্তির অনুপ্রেরণা।
আমার পাঠক মহল বলে আমি নাকি কবি আর আমি বলি শব্দ দিয়ে আঁকি আমি অনুভবের ছবি সব হৃদয়ের উদয় হোক মানবতার রবি !(হাফসা আলম)
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত হাফসা আলম রচিত ‘’বহু প্রেমে মগ্ন মন ’কাব্যগ্রন্থ ।