রাজিব হোসেন শান্ত (Rajib Hossain Shanto)

প্রথম পাতা » জীবনী » রাজিব হোসেন শান্ত (Rajib Hossain Shanto)


 রাজিব হোসেন শান্ত

রাজিব হোসেন শান্ত।
জন্ম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ৩১ ডিসেম্বর ১৯৮৬ সাল। সাহিত্য সাধনা তার আজন্ম। কঠিন দুর্দিনেও এই সাধনা তাঁকে উজ্জীবিত রাখে। অবিরাম লিখে চলেছেন মানুষের জন্য। মানুষ মানে স্বাধীনতা, সাহিত্যে এটাই তার উপজীব্য। ইংরেজি সাহিত্য নিয়ে তিনি কবি নজরুল সরকারি কলেজে পড়াশোনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থ সমূহ: রজনীগন্ধা (কাব্য - ২০০৬), শৃংখলমুক্ত (কাব্য - ২০০৮), স্বর্গভূমি বাংলাদেশ (কাব্য - ২০১০), কাল (কাব্য - ২০১৩), গণতন্ত্র পুন: প্রতিষ্ঠার রূপরেখা (নিবন্ধ - ২০১৪), চতুর্দশপদী কবিতা বলি (সনেট - ২০২১), আমি ঊর্মিকে ভালোবাসি (উপন্যাস - ২০২২) বিদ্যাশ্রী (নাটক - ২০২৩), জুলাই বিপ্লবের স্মৃতি ৫ ই আগস্ট এবং আমরা (স্মৃতিচারণ - ২০২৫)
সম্মাননা:
মাহাত্মা গান্ধী শান্তি পুরস্কার ২০২৪
মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫
ঐশী বাংলা সাহিত্যসম্মাননা ২০২৫

তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত রাজিব হোসেন শান্ত রচিত ‘’জুলাই বিপ্লবের স্মৃতি, ৫ই আগষ্ট ও আমরা

 ’গ্রন্থ ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ