মিস শেফালী রত্তন সালমা (Safly Rotten Salma)
প্রথম পাতা » জীবনী » মিস শেফালী রত্তন সালমা (Safly Rotten Salma)মিস শেফালী রত্তন সালমা, দেবত্র গ্রামে মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। পিতাঃ মোঃ রতন তালুকদার, মাতা: মৃত্যু শেফালী বেগম, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর। শৈশবকাল থেকেই লেখিকা গল্প কবিতা উপন্যাস লেখালেখি করে আসছেন। তার লেখা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়ে আসছে। তার লেখালেখির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মান অর্জন করে পুরস্কার পেয়েছেন। লেখিকার এই বইটি ‘রক্ষক যদি ভক্ষক হয়’ উপন্যাসটি সমাজে যা বাস্তব ঘটনা ঘটে সেই ঘটনাকে তুলে ধরেছেন। তাই আপনাদের পাঠক মহলকে বলতে চাই- আপনারা এই উপন্যাসটি পড়বেন এবং সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াবেন । অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একটি জিহাদের সওয়াব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবেন। একদিন সফলতা আসবেই ইনশাআল্লাহ্। এই উপন্যাসের ভিতরে কিছু কথা লেখা আছে। বইটি পড়লে বুঝতে পারবেন। কোনো ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লেখিকার জন্য দোয়া করবেন।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত মিস শেফালী রত্তন সালমা রচিত ‘’রক্ষক যদি ভক্ষক হয় ’গ্রন্থ ।