জুয়েল কিবরিয়া (Juyel Kibria)
প্রথম পাতা » জীবনী » জুয়েল কিবরিয়া (Juyel Kibria)পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মাজদিয়া গ্রামে লেখক জুয়েল কিবরিয়ার জন্ম। পিতা: জামাল উদ্দীন মোল্লা, মাতা: শাহানারা বেগম। সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয়, ঈশ্বরদী থেকে এসএসসি এবং ঈশ্বরদী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাতাশতম বিসিএস (সাধারণ শিক্ষা) এর মাধ্যমে সরকারি কলেজের প্রভাষক পদে নিয়োগ লাভ করে পর্যায়ক্রমে চিলাহাটি সরকারি কলেজ, নীলফামারী: রাজশাহী কলেজ, রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী; ঘিওর সরকারি কলেজ, মানিকগঞ্জ; আদিনা ফজলুল হক সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ হয়ে বর্তমানে আবারও রাজশাহী কলেজ, রাজশাহীতে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন।
লেখালেখির হাতেখড়ি ছোটবেলা থেকেই। মূলত কথাসাহিত্যের লেখক। ছোটগল্প ও উপন্যাস রচনার ক্ষেত্রেই বেশি স্বাচ্ছন্দ্য লেখকের। পাশাপাশি নাটক, কবিতা, ছড়া ও গান রচনার ক্ষেত্রেও কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। আবৃত্তি প্রশিক্ষক ও মোটিভেশনাল স্পিকার হিসেবেও ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছেন।
প্রকাশিত গ্রন্থসমূহ : এবং স্বপ্নক্ষুধা (২০১০), প্রেমের পকেটকাবা (২০১২), সুখ দুঃখ সুখ সেটাই তো অসুখ (২০২০), ভালোবাসা নিয়ে গেছে চিলে (২০২৩), নয়ন জলে হাসি (২০২৪), রক্ত, মৃত্তিকা ও গ্রেনেড উৎসব (যন্ত্রস্থ)
যৌথ গ্রন্থসমূহ : লাভামুখে সৃজন-হাসি (২০১৮) কাব্যশীলন (২০২১)
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত জুয়েল কিবরিয়া রচিত ‘’ভালোবাসা এক অশ্রুর ফুলJuyel’ গ্রন্থ ।