আব্দুল্লাহ আল মামুন (Abdullah al Mamun)

প্রথম পাতা » জীবনী » আব্দুল্লাহ আল মামুন (Abdullah al Mamun)


আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ আল মামুন জামালপুর জেলার সদর থানার বলরামপুর গ্রামে ৩ সেপ্টেম্বর ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষানুরাগী বাবা নেকবর আলী সরকার ও মা আনোয়ারা বেগমের আদর্শ ও প্রেরণাকে ধারন করে লেখকের পথচলা ।

ছাত্রজীবন থেকেই লেখালেখির অভ্যাস থাকলেও “চিঠিটা আমার” নামক কবিতার বইটি লেখকের প্রকাশিত প্রথম বই ৷ একটি আদর্শ কৃষক পরিবারে বেড়ে উঠা লেখক বিভিন্ন সময়ে কৃষকদের দুঃখ দূর্দশা এবং লাঘবের উপায় নিয়ে সচিত্র প্রতিবেদন বিভিন্ন জাতীয় গণমাধ্যম তুলে ধরে ইতিমধ্যেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন। তিনি বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা “দৈনিক স্বদেশ বিচিত্রা’র ব্যবস্থাপনা সম্পাদক, ঢাকা থেকে প্রকাশিত নিয়মিত সাপ্তাহিক ‘খোঁজখবর’র উপসম্পাদক। বিদ্রোহী the nazrul center এর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। গবেষণাধর্মী সামাজিক সংগঠন প্রত্যাশার বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জামালপুর দক্ষিণ পূর্বাঞ্চল উন্নয়ন ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন । তিনি একজন দেশপ্রেমিক সমাজকর্মী এবং মানবাধিকার কর্মী হিসেবেও সমধিক পরিচিত।

তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত আব্দুল্লাহ আল মামুন রচিত ‘’চিঠিটা আমার’ গ্রন্থ ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ