ঈশিতা কাবেরী (Ishita Kabery)
প্রথম পাতা » জীবনী » ঈশিতা কাবেরী (Ishita Kabery)জন্ম ২০ জুলাই ১৯৮৬ সালে ঢাকায়। শিক্ষাজীবন শেষ করেছেন ইডেন মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে ।
মাধ্যমিকের পর ২০০৩ সালের জন্মদিনে নিজেকে একটি কবিতা উপহার দেওয়ার মাধ্যমে শুরু হয় তার কবিতার যাত্রা। কবিতা লেখার পাশাপাশি, গানেরও চর্চা করেন। শিক্ষাজীবনে থাকাকালীনই শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। প্রায় দীর্ঘ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অর্জন করেছেন ইংরেজি ও বাংলা মাধ্যমের বেশ কয়েকটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা কবিতা, প্রিয়জনদের কাছে সমাদৃত হয়। সেই সকল প্রিয়জনদের অনুপ্রেরণাতেই জন্ম লাভ করলো, কৈশোর থেকে লেখা সমস্ত কবিতা নিয়ে তার প্রথম কবতার বই শতজন্মের মুহূর্তরা।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত ঈশিতা কাবেরী রচিত ‘’শতজন্মের মুহূর্তরা’ গ্রন্থ ।