নীলিমা শীল (জীবনী)
প্রথম পাতা » জীবনী » নীলিমা শীল (জীবনী)
জন্ম : ২৪ জুলাই ১৯৭৬, যশোরের মণিরামপুরে। পিতা: পঞ্চানন শীল, মাতা: রানী শীল। গ্রামের স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষা কোরের প্রথম কমিশনড নারী অফিসার। কিন্তু আজন্ম স্বাধীনচেতা মানুষ সেনাবাহিনীর ঘেরা প্রাঙ্গন থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করে বাংলাদেশ সিভিল সার্ভিস-এ যোগ দেন। বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। সঙ্গে সাহিত্যের গবেষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণারত।
শিক্ষকতা শুধু তার পেশা নয় শিক্ষার্থীরা তার প্রাণ । লেখালেখির প্রতি প্রবল আকর্ষণ থেকে সাহিত্যের বিভিন্ন শাখায় লিখছেন। দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় লেখা প্রকাশিত হচ্ছে। গল্পের সঙ্গে সঙ্গে ভালোবাসেন কবিতা লিখতে ও আবৃত্তি করতে। প্রবন্ধ ও নিবন্ধ লিখছেন নিয়মিত। মূলত মানুষ-সমাজ এবং সমাজের অসঙ্গতি তার লেখার প্রধান উপজীব্য। গান করাটা তার প্যাশন। রবীন্দ্রনাথের সাহিত্য ও গান তার খুব পছন্দের বিষয়।
তথ্যসূত্র: .২০২২ সালে প্রকাশিত ‘ভাঙনের শব্দ’ গ্রন্থ থেকে সংকলিত।