শিপন আলম ( Shepon Alam )

প্রথম পাতা » জীবনী » শিপন আলম ( Shepon Alam )


শিপন আলম

শিপন আলম:
মা:রোকেয়া বেগম, বাবা: নুর আলী মণ্ডল। ১২ ডিসেম্বর ১৯৯০ তারিখে হাবাস- পুর, পাংশা, রাজবাড়ীতে জন্ম । লেখাপড়া করেছেন শতবর্ষী হাবাসপুর কে. রাজ উচ্চবিদ্যালয়, পাংশা, রাজবাড়ী, এফএম ইন্টারন্যাশনাল কলেজ, মিরপুর, ঢাকায়। ছাত্র হিসাবে ছিলেন অত্যন্ত মেধাবী । ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞানে বিবিএ এবং এমবিএ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটিতে প্রভাষক হিসাবে প্রায় ৬ বছর দায়িত্ব পালন করেন। বর্তমানে সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইলে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত I জনাব আলম গল্প, কবিতা, প্রবন্ধ,
জীবনী এবং
কলাম লেখায় সাবলীল। পত্র-পত্রিকা এবং বিভিন্ন সাময়িকীতে বিবিধ বিষয়ে লেখেন। একাধিক সামাজিক ও সাহিত্যিক সংগঠনের সাথে জড়িত প্রকাশিত গ্রন্থসংখ্যা ০১
তথ্যসূত্র, ২০২৫ সালে প্রকাশিত শিপন আলম রচিত ‘ড.কাজী মোতাহার হোসেন
একজন আত্নভালো দাবাড়ু ” গ্রন্থ ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ