ড.গাজী সাইফ জামান (Dr.Gazi Saif Zaman)

প্রথম পাতা » জীবনী » ড.গাজী সাইফ জামান (Dr.Gazi Saif Zaman)


 গাজী সাইফ জামান

ড.গাজী সাইফ জামান 

গবেষণা সাহিত্যে অভিজ্ঞতার পর ড.গাজী সাইফ জামান বতর্মানে সৃজনশীল সাহিত্য রচনায় মনোনিবেশ করেছেন। ইতোমধ্যে তাঁর কাব্যগ্রন্থ, অণুগল্পসংকলন ও উপন্যাস প্রকাশিত হয়েছে।
তাঁর গ্রন্থসমূহ: বাংলাদেশের উপন্যাসে ভূমি ও মানুষ (গবেষণা); সাহিত্য-গবেষণা: বিষয় ও কৌশল (গবেষণা-পদ্ধতি); প্রাতিস্বিক অনুভব (কাব্য); অনন্ত স্পন্দন (কাব্য); এক পাতার গল্প (অণুগল্প) এবং রূপান্তর (উপন্যাস)।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একজন সদস্য।

তথ্যসূত্র, ২০২৫ সালে প্রকাশিত ড.গাজী সাইফ জামান  রচিত “জীবন পাতার গল্প” গ্ৰন্থ
সাক্ষাৎকার ভিডিও :

জীবন পাতার গল্প এবং রুপান্তর বই দুটি পাওয়া যাবে অন্য প্রকাশ: প্যাভিলিয়ন ২৩
তিস্তা প্রকাশ: স্টল ৬২ । এবং বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে স্টল :৬৯২




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ