মুহাম্মদ শরীফুল ইসলাম (Mohammad Shariful Islam)

প্রথম পাতা » জীবনী » মুহাম্মদ শরীফুল ইসলাম (Mohammad Shariful Islam)


মুহাম্মদ শরীফুল ইসলাম

জন্ম ০১ ডিসেম্বর, ১৯৮৯ ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে। শৈশব ও কলেজ পর্যন্ত পড়ালেখা ও সেখানেই- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়, নবীনগর সরকারি কলেজ। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ব্যাচেলর অব ইন্টেরিয়র আর্কিটেকচারে স্নাতক এবং ইন্টেরিয়র ডিজাইনে স্নাতকোত্তর। অপ্রাতিষ্ঠানিক শিক্ষাচলমান; জীবন ও প্রকৃতি থেকে ।
কর্মজীবনের শুরুতে বেশ কিছু আর্কিটাকচারাল এবং ইন্টেরিয়র ফার্মে ইন্টেরিয়র আর্কিটেক্ট এবং ডিজাইন ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালন করেন। কিছুদিন গেস্ট লেকচারার হিসেবে রেডিয়েন্ট ইনিস্টিউট অব ডিজাইনে ক্লাস নেন। বর্তমানে নিজের প্রতিষ্ঠান ডিজাইনসোর্স আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র- এ প্রিন্সিপাল ইন্টেরিয়র আর্কিটেক্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ফায়ার সেফটি ইন্টেরিয়র ডিজাইন স্পেশালিষ্ট হিসেবে কনসালটেন্সি দিচ্ছেন। ইন্টেরিয়র ডিজাইনার এসোসিয়েশন অব বাংলাদেশের একজন ফাউন্ডার ও প্রফেশনাল মেম্বার।
শৈশবে পত্র লেখা এবং টুকটাক ছড়া-কবিতা লেখার মাধ্যমে লেখালেখির হাতেখড়ি। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশের প্রথম অনলাইন দৈনিক পত্রিকা হ্যালো-টুডের উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি দৈনিক সমকাল, দৈনিক কালের কণ্ঠে এবং দৈনিক নয়া-দিগন্তে লেখালেখি করেছেন। দীর্ঘ বিরতির পর আবার লেখালেখি করছেন ।

তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত মুহাম্মদ শরীফুল ইসলাম রচিত ‘’স্মৃতির পাহাড়’ গ্রন্থ ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ