বাবলী খান (Babli khan)
প্রথম পাতা » ড্রাফট » বাবলী খান (Babli khan)পরিচিতি : অধ্যক্ষ রওশন আকতার বাবলী। লেখক নাম- বাবলী খান ।
জন্মস্থান-ঢাকা।
আপন নিবাস ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা ১২০৯।
শিক্ষা-বিএ অনার্স (সাধারণ ইতিহাস), এমএ-ঢাকা
বিশ্ববিদ্যালয়।
পিতা-মরহুম মো. খুরশিদ আলী।
মাতা-মরহুম হাছিনা বেগম।
স্বামী-ইঞ্জিনিয়ার মিসবাহউদ্দিন খান (সিভিল) বুয়েট।
সন্তান-১ পুত্র এবং ১ কন্যা।
বাবলী খানের কর্মজীবন :
প্রতিষ্ঠাতা-খুরশিদ আলী মেমোরিয়াল স্কুল, জিগাতলা, ঢাকা ।
খুরশিদ অ্যান্ড হাছিনা একাডেমি, নিকুঞ্জ-১, ঢাকা (প্রস্তাবিত)।
চেয়ারম্যান-হর্নেট
লিমিটেড, ঢাকা ।
ইঞ্জিনিয়ার্স
অ্যান্ড আর্কিটেক্টস
নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের আজীবন সদস্য এবং
যুগ্ম সম্পাদক, ঢাকা ।
অন্যধারা সাহিত্য অঙ্গনের আজীবন সদস্য, ঢাকা ।
ঢাকা, গুলশান ডিপ্লোম্যাটিক স্পাউজের আজীবন সদস্য। ওমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঢাকা, (WEAB) নির্বাচিত সদস্য (EC MEMBER OF WEAB)।
বঙ্গ নিউজ, পরিচালিত মানবিক পৃথিবী গড়ি প্রতিষ্ঠানের পরিচালক, ঢাকা ।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত বাবলী খান ‘’জীবন পাতার গল্প’ গ্রন্থ।