রিয়াজ উদ্দিন (Reaz Uddin )

প্রথম পাতা » জীবনী » রিয়াজ উদ্দিন (Reaz Uddin )


রিয়াজ উদ্দিন

রিয়াজ উদ্দিন,

পিতা: শফিকুল ইসলাম, মাতা: মরহুমা খুর্শিদা বেগম জন্মঃ ২৫ ডিসেম্বর, ১৯৮৩, দক্ষিণ দশানী, মতলব উত্তর, চাঁদপুর। বর্তমান কর্মস্থলঃ উপহিসাব নিয়ন্ত্রক (সদর), বিএডিসি, কৃষি মন্ত্রণালয়, ঢাকা । অনলাইন শিক্ষকঃ YouTube চ্যানেল ‘Poet Of Accounting’ এবং Facebook পেজ ‘Poet অব Accounting এর প্রতিষ্ঠাতা। প্রাক্তন শিক্ষকঃ সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা এবং সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল, বারিধারা, ঢাকা।
প্রাক্তন আলোচকঃ পরীক্ষা প্রস্তুতি অনুষ্ঠান, বাংলা ভিশন চ্যানেল ।
লেখকঃ ০১. ‘লোভ-লালসার জটে, শালীনতা-মানবতা মহাসংকটে’ - কাব্য গ্রন্থ ।
০২. ‘Poet অব Accounting’ - ঘরে বসে নিজে নিজে হিসাববিজ্ঞান শিখুন ।
০৩. জাবেদা (Poet অব Accounting সিরিজ) - মাত্র একটি কৌশলে প্রায় এক হাজার জাবেদা শিখুন ।
কথার কারণে কোনো মানুষে
তথ্যসূত্র, ২০২৫ সালে প্রকাশিত রিয়াজ উদ্দিন রচিত কথার ফল ” কবিতা গ্ৰন্থ ”




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ