মুশফিক আলম (Musfique Alam)
প্রথম পাতা » জীবনী » মুশফিক আলম (Musfique Alam)মুশফিক আলম । জন্ম: ২১ নভেম্বর, ১৯৯৪ স্থান: যশোর জেলার বা দেখানপুর ।
একজন গীতিকার, সুরকার, কবি ও ঔপন্যাসিক । শিক্ষাজীবন: প্রাথমিক-বাহাদুরপুর সরকারী ত্রয়. বিশ্ববিদ্যালয় ।
এসএসসি-নারায়ণপুর বি. ইউ মাধ্যমিক বিদ্যালয় । এইচএসসি-চৌগাছা ডিগ্রি কলেজ ।
B.Sc (H) & M.Sc-সরকারী এম.এম কলেজ, যশোর ।
B.ED-মুন্সি মেহেরউল্লাহ টিচারর্স ট্রেনিং কলেজ, যশোর ।
কর্মজীবন: শিক্ষকতা ।
১ম প্রতিষ্ঠান-বা দেখানপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, যশোর ।
২য় প্রতিষ্ঠান— মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়, গাজীপুর, ঢাকা ।
এবং পল্লী চিকিৎসক ।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত মুশফিক আলম রচিত ‘’আলো নাকি আবার অন্ধকার’’গ্রন্থ ।