মুনির আহমদ (Munir Ahmed)

প্রথম পাতা » জীবনী » মুনির আহমদ (Munir Ahmed)


মুনির আহমদ

মুনির আহমদ 

\শিক্ষকতা করছেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ধানমন্ডি, ঢাকায়। শিক্ষকতার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন দৈনিক পত্রিকায়। লেখালেখির অভ্যাসটা গড়েছেন বাবার অনুপ্রেরণায়। বাবার কাছ থেকেই লেখালেখির হাতেখড়ি। গবেষণা কাজে যুক্ত আছেন দুই দশক। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রতি রয়েছে গভীর অনুরাগ। তিনি একজন কবিতা কর্মী। কবিতা লিখেন। শখের বসে করেন আবৃত্তি। নিজেই নিজের লেখা কবিতার বাচিকশিল্পী। প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি। প্রান্তে প্রান্তে স্বপ্ন, গভীর বিশ্বাসের প্রহর, চলো ভাসি নরম জোছনায়- অমর একুশে বইমেলা ২০২২, ২০২৩, ২০২৪ এ স্বনামধন্য তিনটি প্রকাশনী থেকে প্রকাশিত হয়। লেখকের কবি ভাষা সরল, সহজ এবং প্রত্যক্ষ। যার কারণে কাব্যগ্রন্থ তিনটি পাঠক প্রিয়তা পায়।

অমর একুশে বইমেলা-২০২৫ এ দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হলো প্রথম মৌলিক রাজনৈতিক গ্রন্থ ‘গণতন্ত্র ও রাজনীতির পোস্টমর্টেম’।
লেখকের বেড়ে ওঠা ইট পাথরের এই যান্ত্রিক নগরীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন শেষে শিক্ষকতা পেশায় যুক্ত হন। সহধর্মিনী কলেজ শিক্ষক। লেখক এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। বাবা ছিলেন সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা, মা আদর্শ গৃহিনী। দুজনেই জান্নাতবাসী।

তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত মুনির আহমদ রচিত গনতন্ত্র ও রাজনীতির পোস্টমর্টেম ” গ্ৰন্থ ”




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ