আউয়াল খন্দকার (Awal Khandoker)
প্রথম পাতা » জীবনী » আউয়াল খন্দকার (Awal Khandoker)
জন্ম ১০ মে ১৯৭১ মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে । বুড়িগঙ্গার কোলঘেঁষা পুরান ঢাকার পোস্তগোলার ঢাকা কটন মিলে । বাবা খন্দকার বাদশা মিয়া শ্রমিকদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে গেছেন । দিয়েছেন নেতৃত্ব । আজীবন তিনি ভোগবিলাসকে উপেক্ষা করে সততার সাথে জীবনযুদ্ধ চালিয়ে গেছেন । মা সৈয়দা হাসিনা বেগম মুন্সীগঞ্জ জেলার কমলা ঘাটে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ।
বাবার কাছ থেকে রপ্ত করেছেন সৎ থাকার মন্ত্র । মায়ের কাছে শিখেছেন কীভাবে মিথ্যার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। ছোটবেলা থেকেই লেখালেখির চর্চা । শহিদ বুদ্ধিজীবী ডা. মাওলানা ওলিউর রহমানের সংগ্রামী জীবনদর্শন নিয়ে কাজ করেছেন, বিভিন্ন জাতীয় দৈনিকে তাকে নিয়ে লিখেছেন, দাবি তুলেছেন এই মহান শহিদের নাম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের ।
১৯৯৬ সালে একুশে বইমেলায় অয়ন প্রকাশন থেকে ‘দশ আকাশ” যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় । পরের বছর ১৯৯৭ সালে তার প্রথম একক কাব্যগ্রন্থ ‘ছায়া’ প্রকাশ করে অয়ন প্রকাশন । ডক্টর মাহবুব হাসান সম্পাদিত দুই বাংলার কথাসাহিত্যিকদের মুখপাত্র ‘উপন্যাস’ পত্রিকায় প্রকাশিত আউয়াল খন্দকারের উপন্যাস ‘মল্লিকারা’ ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করে ।
১৯৮৭ সালে ত্রৈমাসিক ‘সমাজ দর্পণ’ পত্রিকাটি তার সম্পাদনায় প্রকাশিত হতো । এ ছাড়া ১৯৯২ সালে ‘ভাস্কর্য’ নামের একটি সৃজনশীল সাহিত্যের ছোট কাগজ সম্পাদনা করে সুধী মহলে ব্যাপক প্রশংসিত হন ।
তার স্বপ্ন মুক্তচিন্তার বিকাশ ঘটিয়ে সমাজের পরিবর্তন ।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত আউয়াল খন্দকার রচিত ‘’ঈশ্বরের জন্য এক সমুদ্র রক্ত’’গ্রন্থ ।