মোঃ দেলোয়ার হোসেন সামি (MD. Delowar Hossain Sami)

প্রথম পাতা » জীবনী » মোঃ দেলোয়ার হোসেন সামি (MD. Delowar Hossain Sami)


মোঃ দেলোয়ার হোসেন সামি

জনাব মোঃ দেলোয়ার হোসেন সামি বাংলাদেশের একজন স্বনামধন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, গবেষক ও কর্পোরেট প্রশিক্ষক। ১৯৮৮ সালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জোঁকা গ্রামে এক সম্‌ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনে বরাবরই মেধাবী এই গবেষক হাবাশপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং মহেশপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। কম্পিউটার প্রযুক্তির প্রতি তাঁর অগাধ আগ্রহ থাকায় এসএসসি শেষে ২০০৫ সালে কম্পিউটার বিষয়ে বিশেষ জ্ঞানার্জনের মাধ্যমে প্রযুক্তি জগতে নিজের যাত্রা শুরু করেন।
২০০৭ সালে তিনি ঢাকা কলেজে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়ে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার। ২০০৮ সাল থেকে নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে হার্ডওয়্যার, সফট্ওয়্যার, ওয়েব ডেভেলপমেন্ট ও নেটওয়ার্কিংয়ের ওপর দক্ষতা অর্জন করেন। ২০১৬ সালে মালয়েশিয়াভিত্তিক এজিডি আইটি সলিউশনস এসডিএন ও পরে Large IT Solution-এ সফট্ওয়্যার ও নিরাপত্তাবিষয়ক পদে কাজ শুরু করেন এবং প্রযুক্তি জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করেন ।
সাইবার নিরাপত্তার প্রতি বিশেষ আগ্রহ থেকে তিনি ISO 27001, PCI DSS, Data Protection Policy-mn CIP, CISO, GRC, SOC সার্টিফিকেশন অর্জন করেন এবং কর্পোরেট প্রশিক্ষক হিসেবে বিশেষ দক্ষতা অর্জন করেন । বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানে Corporate Trainer in Cybersecurity এবং একটি শীর্ষস্থানীয় সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানে Chief Information Security Officer (CISO) হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রযুক্তি নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি নিয়মিত বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ পরিচালনা করেন এবং তার স্টার্টআপ Free- lancers Academy-র মাধ্যমে তরুণদের সাইবার নিরাপত্তার বিষয়ে দক্ষ করে তুলতে কাজ করে যাচ্ছেন। এছাড়া, বাংলাদেশের শিশু কিডন্যাপিং প্রবণতা, এর প্যাটার্ন ও নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত- করণ নিয়ে তাঁর একটি গবেষণা চলমান রয়েছে।

তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত মোঃ দেলোয়ার হোসেন সামি রচিত ‘’সাইবার সিকিউরিটি ফর বাংলাদেশী সিটিজেনস’’গ্রন্থ ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ