খন্দকার রোমান (Khandokar Roman)
প্রথম পাতা » জীবনী » খন্দকার রোমান (Khandokar Roman)জন্ম: ১৮/০২/২০০৪
জন্মস্থান: টাঙ্গাইল তবে ঢাকার আফতাবনগর এ তার বেড়ে ওঠা ।
পিতা: খন্দকার সোহেল রানা
মাতা: রুমা বেগম
কলেজ: ন্যাশনাল আইডিয়াল কলেজ ইউনিভার্সিটি ২০২৩ এ ঢাকার সুনামধন্য বিশ্ববিদ্দালয় সাউথ ইস্ট ইউনিভারসিটিতে বিবিএ তে ভর্তি হয়। বছরের মাঝামাঝি সময় বিশ্বের সর্বচ্চ রংকিং আমেরিকান ইউনিভার্সিটি টেলরস বিশ্বের ২৫১ তম বিশ্ববিদ্যালয় এ পড়ার সুযোগ পান। পরিবার থেকে দূরে গিয়ে তিনি কবিতা, কল্প কাহিনী আর উপন্যাস লেখা শুরু করেন। তার লেখা প্রথম কবিতা ‘দুঃখ আকাশ’
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত খন্দকার রোমান রচিত ‘’আন্ধার কূপ’’গ্রন্থ ।