সিরাজুল অপু (Serajul Apu)
প্রথম পাতা » জীবনী » সিরাজুল অপু (Serajul Apu)
জন্ম আর বেড়ে ওঠা ইট পাথরের শহর ঢাকায়। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সাতমোড়া গ্রামে। বাবা মোহাম্মদ নজরুল ইসলাম (জাহাঙ্গীর) ছিলেন মুক্তিযোদ্ধা এবং মায়ের নাম অজিফা খাতুন। দাদা ছিলেন ব্রিটিশ সময়ের দারোগা আব্দুর রাজ্জাক।
সিরাজুল অপু ছেলেবেলায় খুব বেশি দুরন্ত বা চঞ্চল প্রকৃতির ছিলেন এমন নয়। জীবনের অধিকাংশ সময় কেটেছে ঢাকার মিরপুরে। লেখাপড়ার পাঠ চুকিয়েছেন ঢাকাতেই। আইন নিয়ে পড়লেও সেই পেশায় নিজেকে নিয়োজিত করেননি।
কিছুটা অস্থির প্রকৃতির, আবার সবার সাথে সহজেই মিশে যেতে পারেন। সবাইকে আপন করে নিতে পারেন। এক সময় কাজ করেছেন ‘বিজনেস ষ্টার আর পাক্ষিক ‘প্রচার’ পত্রিকায়। বর্তমানে দেশের স্বনামধন্য ফ্যাশন হাউজ ‘লুবনান’ ট্রেড কনসোর্টিয়াম লিমিটেডে সিনিয়র ম্যানেজার (মার্চেন্ডাইজিং) হিসেবে কর্মরত আছেন। শখ বলতে দেশে-বিদেশে ঘুরে বেড়ানো, ডাকটিকিট সংগ্রহ। দেশের উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেন সব সময়। ‘রাজকুমারী’ সিরাজুল অপুর প্রথম একক কাব্যগ্রন্থ।
তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত সিরাজুল ইসলাম অপু রচিত ‘’রাজকুমারী’’গ্রন্থ ।